উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কুইক শেয়ার অ্যাপ হালনাগাদ করল গুগল

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কুইক শেয়ার অ্যাপ হালনাগাদ করেছে গুগলরয়টার্স

গুগলের কুইক শেয়ার অ্যাপ ব্যবহার করে তারের সংযোগ ছাড়াই কম্পিউটার থেকে ফোনে ফাইল স্থানান্তর করা যায়। তাই অনেকেই নিয়মিত অ্যাপটির মাধ্যমে কম্পিউটার থেকে ফোনে তথ্য পাঠিয়ে থাকেন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও অ্যাপটির উইন্ডোজ সংস্করণে বেশ কয়েকটি ত্রুটি ছিল। বিষয়টি জানতে পেরে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কুইক শেয়ার অ্যাপের ভি ১.০.২০০২.২ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল।

গুগলের তথ্যমতে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপযোগী কুইক শেয়ার অ্যাপের হালনাগাদ সংস্করণে নতুন কোনো সুবিধা যুক্ত করা না হলেও ওয়াই–ফাই ল্যান অ্যাডভারটাইজিং, ওয়াই–ফাই হটস্পট, কুইক শেয়ার শর্টকাট আইকন, সিস্টেম কনফিগারেশন প্রেফারেন্স, অ্যাপ ক্র্যাশসহ ১২টি সমস্যার সমাধান করা হয়েছে। এর ফলে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করে আগের তুলনায় স্বচ্ছন্দে কম্পিউটার থেকে ফোনে ফাইল পাঠানো যাবে।

কুইক শেয়ার অ্যাপের নতুন সংস্করণটি অপরিচিত ব্যক্তিদের পাঠানো ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে। এর ফলে অপরিচিত ব্যক্তিরা ম্যালওয়্যারযুক্ত ফাইল পাঠিয়ে কম্পিউটার থেকে তথ্য চুরি করতে পারবেন না। এ ছাড়া ওয়াই–ফাই হটস্পট ব্যবহারের পর প্রোফাইলের তথ্য মুছে না যাওয়ার সমস্যারও সমাধান করা হয়েছে। ফলে আগের তুলনায় নিরাপদে কুইক শেয়ার অ্যাপ ব্যবহার করা যাবে।

সূত্র: নাইনটুফাইভগুগল ডটকম