ইউটিউবে শর্টস ও লাইভ ভিডিওর জন্য আলাদা ট্যাব

শর্টস ও লাইভ ভিডিওর জন্য আলাদা ট্যাব চালু করেছে ইউটিউবইউটিউব

ইউটিউবে বড় ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করেন অনেকেই। কেউ আবার নিয়মিত লাইভ ভিডিও করেন। চ্যানেলের ভিডিও ট্যাবে নির্মাতাদের তৈরি সব ভিডিও একসঙ্গে সংরক্ষণ করায় অনেকেরই পছন্দের ভিডিও খুঁজে পেতে সমস্যা হয়। আর তাই ব্যবহারকারীদের দ্রুত পছন্দের ভিডিও খুঁজে পাওয়ার সুযোগ দিতে শর্টস ও লাইভ ভিডিওর জন্য আলাদা ট্যাব চালু করেছে ইউটিউব।

আরও পড়ুন

নতুন এ পরিবর্তনে ভিডিও নির্মাতাদের চ্যানেলে প্রবেশ করলেই ভিডিও ট্যাবের পাশাপাশি শর্টস ও লাইভ নামের আলাদা ট্যাব দেখা যাবে। ভিডিওর ধরন বুঝে ট্যাবগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও জমা হবে। ফলে ব্যবহারকারীরা চাইলেই সেই নির্মাতার তৈরি সাধারণ ভিডিও, শর্টস এবং লাইভ ভিডিওগুলো দেখতে পারবেন।

আরও পড়ুন

টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে শর্টস ভিডিও সুবিধা চালু করে ইউটিউব।সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে বিনিময়ের সুযোগ থাকায় এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে শর্টস ভিডিও। ব্যবহারকারীদের আরও বেশি শর্টস এবং লাইভ ভিডিও দেখার সুযোগ দিতেই নতুন ট্যাবগুলো চালু করেছে ইউটিউব।

আরও পড়ুন

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে শর্টস ও লাইভ ট্যাব ব্যবহার করা যাবে। শিগগিরই আইফোন ও কম্পিউটারেও এ সুবিধা চালু হবে। পর্যায়ক্রমে সব দেশের ইউটিউব ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন