আমাজন নদীতে এমন মাছের খোঁজ পেলেন বিজ্ঞানীরা, যাদের দাঁত মানুষের মতো
দক্ষিণ আমেরিকার আমাজন নদীর গভীরে পিরানহার মতো দেখতে ভয়ানক এক মাছের খোঁজ মিলেছে। মানুষের মতো দাঁতযুক্ত নতুন মাছটির বৈজ্ঞানিক নাম ‘মাইলোপ্লাস সওরন’। প্যাকু প্রজাতির এই মাছ প্রায় দু শ বছর ধরে আমাজন নদীতে থাকলেও এত দিন পিরানহা বলে ভুল করতেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ১৮৪১ সালে আমাজনে প্রথম এই মাছের সন্ধান পাওয়া গেলেও এত দিন নানা কারণে দৃষ্টির বাইরে ছিল। নিওট্রপিক্যাল ইচথেলজি জার্নালে নতুন মাছের তথ্যাদি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনটি স্বতন্ত্র প্রজাতির মাছের সঙ্গে মিল থাকার পাশাপাশি সামান্য শারীরবৃত্তীয় পার্থক্যের কারণে এত দিন মাছটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
যুক্তরাজ্যের লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী রুপার্ট কলিন্স বলেন, প্যাকু মাছের শরীরে কমলা রঙের সূক্ষ্ম দাগ রয়েছে। প্যাকু আর পিরানহা একই পরিবারের সদস্য। পিরানহাকে প্রায়ই আক্রমণাত্মক ও রক্তপিপাসু শিকারি বলে মনে করা হয়। যদিও এই মাছ আসলে সর্বভুক ও প্রধানত উদ্ভিদভিত্তিক খাদ্য পছন্দ করে। প্যাকু মাছে মানুষের মতো দাঁত দেখা যায়। পিরানহাকে যতটা আক্রমণাত্মক ভাবা হয়, আসলে ততটা আক্রমণাত্মক নয়।
নতুন গবেষণায় তিনটি প্যাকু প্রজাতির মাছকে তালিকাভুক্ত করা হয়েছে। গবেষকেরা এখনো নিশ্চিত নন তিনটি মাছ কতটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তবে মাছগুলোকে একই পূর্বপুরুষের বংশধর বলে ধারণা করা হচ্ছে। একই পরিবেশে থাকার কারণে সব কটি মাছই একইভাবে বিবর্তিত হয়েছে। একে অভিসারী বিবর্তন বলা হয়।
সূত্র: লাইভ সায়েন্স