লিথিয়াম ব্যাটারির দাম কমাতে নতুন উদ্যোগ

লিথিয়াম ব্যাটারিরয়টার্স

গত দুই দশকের বেশি সময় ধরে মুঠোফোন প্রযুক্তি দুনিয়ার আলোচিত এক বিষয়। এক দশক ধরে প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় রয়েছে বৈদ্যুতিক গাড়ি (ইভি)। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ছুটছে আধুনিক বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পেছনে। সেই প্রতিযোগিতার কারণেই লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বাড়ছে। ব্যাটারি নির্মাতারা কার্যক্ষমতা ঠিক রেখে ব্যাটারির উন্নয়ন করার সময় দাম কমাতে গাড়ি নির্মাতাদের কাছ থেকে চাপের মধ্যে রয়েছে।

বাজার বিশ্লেষকদের হিসেবে, গত দশকে ১ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার ব্যাটারি তৈরিতে খরচ হতো ৭৮০ মার্কিন ডলার। যে খরচ এখন ১৩৯ ডলারে নেমে এসেছে। জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বৈদ্যুতিক যানবাহনের বাজার দ্রুত বড় হচ্ছে। সম্প্রতি ব্যাটারি প্যাকের খরচ আবারও বাড়তে শুরু করেছে। যে কারণে নানা মডেলের ইভি নির্মাণের খরচ বাড়ছে। সেই সমস্যা সমাধানে অ্যাডোনিস নামের একটি নতুন উদ্ভাবনী উদ্যোগে (স্টার্টআপ) বিনিয়োগ করেছে মোটরগাড়ি নির্মাতা জেনারেল মোটরস। অ্যাডোনিস ব্যাটারির ফয়েল নিয়ে কাজ করছে। ব্যাটারিতে ব্যবহৃত ফয়েল আর রান্নাঘরের অ্যালুমিনিয়াম ফয়েল দেখতে একই রকম।

আরও পড়ুন

ব্যাটারির ফয়েল সক্রিয় ধাতু থেকে ইলেকট্রন সংগ্রহ করতে শক্তি উৎপন্ন করার জন্য আয়ন সঞ্চয় করে। অদ্ভুত বিষয় হচ্ছে, এই ফয়েল ব্যবহারে গত ৩০ বছরে তেমন কোনো পরিবর্তন আসেনি। ফয়েলে সামান্য পরিবর্তন আনলে আরও লিথিয়াম ব্যাটারি কার্যকরভাবে ব্যবহারের সুযোগ আছে। অ্যাডোনিসের সহপ্রতিষ্ঠাতা মোশিয়েল বিটন বলেন, এই পরিবর্তনের ধারণা নতুন নয়, শুধু বাণিজ্যিকীকরণে সক্ষম হয়নি কেউ। আগে সরল কিংবা জটিল প্রকৃতির স্পঞ্জের মতো করে ফয়েল ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাজ্য ও ইসরায়েলভিত্তিক স্টার্টআপ অ্যাডোনিস তামা ও অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি করার একটি উপায় তৈরি করেছে। নতুন উপায়ে ছিদ্রযুক্ত ফয়েল ব্যবহার করা হচ্ছে। এই উপায়ে ব্যাটারির কর্মক্ষমতা বাড়ে। ব্যাটারির সম্ভাব্য জীবনকাল দ্বিগুণ হয়।
ফয়েলের ভিন্নমাত্রিক ব্যবহারের মাধ্যমে ব্যাটারি তৈরির জন্য অ্যাডোনিস সম্প্রতি জিএম ভেঞ্চারস ও ডিপ ইনসাইটের নেতৃত্বে সুইডিশ বাণিজ্যিক যানবাহন নির্মাতা স্ক্যানিয়ার মাধ্যমে ৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ গ্রহণ করেছে। চলতি বছরের শুরুর দিকে অ্যাডোনিস ব্যাটারির চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে ৪০ কোটি ডলার মূল্যের কারখানা তৈরি করার পরিকল্পনার কথা জানায়।

যুক্তরাষ্ট্রের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে, সেই সঙ্গে গাড়ি নির্মাতারা কার্যকর ব্যাটারির খোঁজ করছেন। সেই সমস্যা সমাধানের জন্য কাজ করছে অ্যাডোনিস। এরই মধ্যে তাদের নতুন ধরনের লিথিয়াম ব্যাটারির জন্য মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: টেকক্রাঞ্চ