টেকসই ই-টেক্সটাইল গবেষণায় সাফল্য, যুক্ত রয়েছেন বাংলাদেশিরাও
স্মার্ট, পরিধানযোগ্য ও পরিবেশবান্ধব ইলেকট্রনিক টেক্সটাইল (ই-টেক্সটাইল) তৈরির গবেষণায় সাফল্য পেয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক। সম্পূর্ণ ইঙ্কজেট-মুদ্রিত ও পরিবেশবান্ধব ই-টেক্সটাইল তৈরির জন্য বিশেষ ধরনের টেকসই পদ্ধতি আবিষ্কার করেছেন তাঁরা। টেক্সটাইলনির্ভর বর্জ্য কমাতে সক্ষম এই পদ্ধতি কাজে লাগিয়ে বায়োডিগ্রেডেবল বা পচনশীল পরিধানযোগ্য পণ্যের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের বিভিন্ন তথ্য জানা সম্ভব।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ডের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও যুক্ত ছিলেন। গবেষণায় যুক্ত ৯ জনের মধ্যে পাঁচজনই বাংলাদেশি। তাঁরা হলেন মার্জিয়া দুলাল, মো. রাশেদুল ইসলাম, তাওফিক হাসান, শায়লা আফরোজ ও নাজমুল করিম। এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যাটেরিয়ালস নামের বৈজ্ঞানিক সাময়িকীতে টেকসই ই-টেক্সটাইলবিষয়ক এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
ই-টেক্সটাইল বলতে পোশাকের মধ্যে যুক্ত বৈদ্যুতিক উপাদান যেমন সেন্সর, ব্যাটারি বা লাইটের উপস্থিতি বোঝায়। ই-টেক্সটাইলনির্ভর পোশাকের মাধ্যমে পরিধানকারীর শরীরের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। আর তাই এ ধরনের পোশাক বর্তমানে খেলোয়াড়দের পোশাকের পাশাপাশি চিকিৎসার জন্যও ব্যবহার করা হয়ে থাকে। ই-টেক্সটাইলনির্ভর পোশাক টেকসই ও নিরাপদে পরিধানযোগ্য হলেও ভবিষ্যতে এসব পোশাক থেকে বর্জ্য তৈরি হতে পারে।
ইউডব্লিউই ব্রিস্টলের কমনওয়েলথ গবেষক বাংলাদেশি বিজ্ঞানী মার্জিয়া দুলাল বলেন, গ্রাফিন-ভিত্তিক ই-টেক্সটাইলে প্রচলিত ইলেকট্রনিকসের তুলনায় পরিবেশগত প্রভাব কম। ইঙ্কজেট প্রিন্টিং প্রক্রিয়া ই-টেক্সটাইল তৈরির জন্য আরও টেকসই পদ্ধতি। পোশাকনির্ভর বর্জ্যের নেতিবাচক প্রভাব কমাতে এ ধরনের আবিষ্কার পোশাকশিল্পে নতুন দিগন্ত আনবে।
এ বিষয়ে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের উইনচেস্টার স্কুল অব আর্টের অধ্যাপক নাজমুল করিম বলেন, প্রচলিত টেক্সটাইলে বৈদ্যুতিক উপাদানকে একীভূত করার কারণে পোশাকের পুনর্ব্যবহার জটিল হয়ে পড়ে। রুপাসহ বিভিন্ন অপচনশীল ধাতুর কারণে পুনর্ব্যবহার বেশ কঠিন হয়। আমাদের গবেষণার মাধ্যমে তৈরি টেক্সটাইল টেকসই উপকরণ বলে পরিবেশবান্ধব।
সূত্র: ফিজিস ডট অর্গ, টেকএক্সপ্লোর ডটকম