তাপমাত্রার কারণে ঝুঁকিতে বন্য বানর

সাদামুখো ক্যাপুচিন বানরছবি: আর্থ ডটকম

সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন বন্য প্রাণী নানাভাবে ঝুঁকির মুখে পড়ছে। বিশ্বের তাপমাত্রা বাড়ছে। সেই প্রভাব পড়ছে বিভিন্ন প্রাণীর ওপর। নতুন এক সমীক্ষা বলছে, বন্য ক্যাপুচিন বানর তাপমাত্রা বাড়ার কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের রোগ প্রতিরোধব্যবস্থা ও কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। দীর্ঘ সময় ধরে উষ্ণ তাপমাত্রার মধ্যে থাকার কারণে এই প্রজাতির অল্পবয়সী বানর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী জর্ডান লুকোর কোস্টারিকার সাদা মুখের ক্যাপুচিন বানরের ওপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা বনের ওপর প্রভাব তৈরি করছে। বন্য প্রাণীদের জন্য তাপমাত্রা বৃদ্ধি বড় ধরনের হুমকির কারণ এখন। তাপমাত্রা বৃদ্ধির কারণে এ ধরনের বানরের রোগ প্রতিরোধব্যবস্থার (ইমিউন সিস্টেম) ওপর প্রভাব দেখা যাচ্ছে। রোগ প্রতিরোধের ক্ষমতা তাপমাত্রা পরিবর্তনের জন্য বদলে যাচ্ছে। রোগ প্রতিরোধক্ষমতা ও প্রজননের ওপর এর প্রভাব দেখা যাচ্ছে। এ প্রভাব নিয়ে ‘সায়েন্স অ্যাডভান্সেস’–এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে বেশি তাপমাত্রা সহ্য করলে বানরের সাধারণ রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। তখন বানর বিভিন্ন রোগে আক্রান্ত হয়। অনেক প্রাণী তাপমাত্রার পরিবর্তন অনুসারে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। যেসব স্তন্যপায়ী প্রাণী তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা ঝুঁকির মধ্যে থাকে।

গবেষণায় দেখা গেছে, অল্পবয়সী বানরদের প্রতিরোধব্যবস্থা তাপের কারণে বেশি করে প্রভাবিত হয়। বিজ্ঞানী জর্ডান বলেন, ‘আমরা দেখছি, অল্পবয়স্ক বানরেরা বয়স্ক বানরের চেয়ে তাপমাত্রা দ্বারা বেশি প্রভাবিত হতে পারে। সামগ্রিকভাবে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন ঘটছে। এ পরিবর্তন বানরসহ বিভিন্ন প্রজাতির ওপর কেমন প্রভাব পড়ছে, তা নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা।

সূত্র: আর্থ ডটকম