সূর্য না থাকলে কী হবে
শীতকালে ঘন কুয়াশার কারণে সকালে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে রৌদ্রোজ্জ্বল সকালের অপেক্ষায় থাকেন অনেকেই। বর্ষাকালেও তা–ই, আকাশে থাকা মেঘের কারণে সূর্য লুকোচুরি করে আমাদের সঙ্গে। কিন্তু এই সূর্য হঠাৎ হারিয়ে গেলে কী হবে, তা কখনো চিন্তা করেছেন? প্রতিদিন আমাদের মাথার ওপরে দেখতে পাওয়া এই সূর্যের কারণেই কিন্তু আমাদের সৌরজগৎ ভারসাম্য ধরে রাখছে। শুধু তা–ই নয়, সূর্যের কারণেই পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটছে। তবে প্রকৃতির নিয়মে সূর্য কিন্তু সব সময় বর্তমানের মতো থাকবে না। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, সূর্য আরও প্রায় ৭০০ থেকে ৮০০ বছর দেখা যাবে। তবে প্রায় ৫০০ বছর পর সূর্যের হাইড্রোজেন ফুরিয়ে যাবে। ফলে অদূর ভবিষ্যতে সূর্য তার শক্তি ধীরে ধীরে হারিয়ে সাদা বামন নক্ষত্রে পরিণত হবে এবং ধীরে ধীরে শীতল হতে থাকবে।
বর্তমানে সূর্যের আকার পৃথিবীর তুলনায় প্রায় ১০ লাখ গুণ বড়। ভবিষ্যতে সূর্য সাদা বামন নক্ষত্র হয়ে গেলে আমাদের পৃথিবীর সমান হয়ে যাবে। কারণ, সাদা বামন নক্ষত্রে থাকা বিভিন্ন পদার্থ অতি ঘন অবস্থায় পরিণত হয়, যা ইলেকট্রন ডিজেনারেট ম্যাটার হিসেবে পরিচিত। সেই অবস্থায় সব ইলেকট্রন সর্বনিম্ন শক্তির অবস্থায় অবস্থান করে। সাদা বামন নক্ষত্র হিসেবে আমাদের সূর্যের বেশির ভাগ কার্বন ও অক্সিজেনের একটি কোর থাকবে, যা আসবে জ্বলন্ত হিলিয়ামের অবশিষ্টাংশ হিসেবে। শুধু তা–ই নয়, সূর্যের কেন্দ্রের চারপাশে হিলিয়াম ও বাইরের স্তরে হাইড্রোজেনের পাতলা স্তর দেখা যাবে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আলবার্ট জিজলস্ট্রা বলেন, যখন একটি নক্ষত্রের মৃত্যু হয়, তখন সেখানে থাকা গ্যাস ও ধূলিকণা মহাকাশে বের হয়ে যায়। সূর্যের মৃত্যু হলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না। কয়েক কোটি বছর ধরে সূর্য ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। প্রায় ৫০০ কোটি বছর পরে সূর্য বিশাল লাল নক্ষত্র হিসেবে আবির্ভূত হবে। তখন সূর্যের শক্তি উৎপাদনক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে।
নাসার গায়া মহাকাশযানের তথ্যাদি বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা একটি তাত্ত্বিক মডেল তৈরি করেছেন। সেই মডেল অনুসারে সূর্য শেষ সময়ে সর্বোচ্চ আকারে পৌঁছানোর পর পৃথিবীকে পুরোপুরি গ্রাস করে নেবে। যদি মৃত সূর্য পৃথিবীকে গ্রাস না করে, তাহলে পৃথিবী পাথুরে গ্রহতে পরিণত হয়ে সাদা বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করতে থাকবে। তবে সূর্যের মৃত্যু হলে সৌরজগতের অন্যান্য গ্রহের কী হবে, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে বেশ মতভেদ রয়েছে। অনেকেরই ধারণা, সূর্য না থাকলে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহের চারপাশে থাকা বায়ুমণ্ডলীয় স্তর সরে যাবে। এর ফলে গ্রহগুলোতে কী প্রভাব পড়বে, তা গণনা ছাড়া বলা বেশ কঠিন।
সূত্র: স্পেস ডট কম