স্টারলিংকের আদলে মঙ্গল গ্রহে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করবেন ইলন মাস্ক
পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা দিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক। এবার মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে দ্রুত তথ্য আদান-প্রদানের সুযোগ চালু করতে স্টারলিংকের আদলে মঙ্গল গ্রহে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছেন ইলন মাস্ক। নতুন এ উদ্যোগের আওতায় মঙ্গল গ্রহের কক্ষপথে একাধিক স্যাটেলাইট পাঠাবে ইলন মাস্কের নতুন প্রতিষ্ঠান ‘মার্সলিংক’।
গ্রহ থেকে গ্রহে যোগাযোগ করা বেশ চ্যালেঞ্জের। এ সমস্যার সমাধান করতেই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় মঙ্গল গ্রহের কক্ষপথে একাধিক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছেন ইলন মাস্ক। মঙ্গল গ্রহে এ ধরনের স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হলে সেখান থেকে পৃথিবীতে দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি হবে।
মার্সলিংকের স্যাটেলাইট উন্নত লেজার প্রযুক্তির মাধ্যমে দ্রুত বার্তা আদান-প্রদান করবে। এর ফলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে সরাসরি ছবি দেখার সুযোগ মিলবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিজের মালিকানাধীন এক্সে ইলন মাস্ক জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। পৃথিবী ও মঙ্গল গ্রহকে যুক্ত করতে প্রতি সেকেন্ডে পেটাবিটের বেশি গতির প্রয়োজন হবে।
প্রসঙ্গত, মঙ্গল গ্রহে মানববসতি গড়তে ভীষণ আগ্রহী ইলন মাস্ক। ২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে যে করেই হোক মানববসতি তৈরি করতে চান তিনি। শুধু তা-ই নয়, ২০৫৪ সালের মধ্যে মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের বসবাসের উপযোগী শহর তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন আলোচিত এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা।