মস্তিষ্কের নিউরন নিয়ন্ত্রণ করবে পরিধেয় যন্ত্র

মস্তিষ্কের নিউরনের কার্যক্রম পর্যালোচনা করতে সক্ষম ক্ষুদ্র যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরারয়টার্স

মানবশরীরের কোষের সমন্বয়ে ক্ষুদ্র যন্ত্র তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা। তাঁদের দাবি, মানুষের কোষের সমন্বয়ে তৈরি পরিধানযোগ্য এই যন্ত্র মাল্টিপল স্ক্লেরোসিসসহ (এমএস) বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন আনবে। অতি ক্ষুদ্র এই যন্ত্র পৃথকভাবে মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুক্ত করা হবে। নিউরনের মায়েলিনের কার্যক্রম পর্যালোচনা করতে সক্ষম যন্ত্রটি বিভিন্ন রোগের কারণে নিউরনের মধ্যে যে বৈদ্যুতিক সংকেত প্রবাহে বাধা তৈরি হয়, তা পুনরুদ্ধার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

এমআইটির বিজ্ঞানীদের তথ্যমতে, নরম পলিমার থেকে তৈরি ক্ষুদ্র যন্ত্রটি নির্দিষ্ট আলোর তরঙ্গদৈর্ঘ্যের সংস্পর্শে এসে নিউরনের অ্যাক্সন ও ডেনড্রাইটকে যুক্ত করে সক্রিয় করতে পারে। এ প্রক্রিয়ায় কোনো সেলুলার বা কোষীয় উপাদানের ক্ষতি হয় না। এ বিষয়ে এমআইটির ন্যানো-সাইবারনেটিক বায়োট্রেক ল্যাবের প্রধান নির্বাহী দেবলীনা সরকার বলেন, ‘এই যন্ত্র নিউরনের জটিল আকারের সঙ্গে সহজেই খাপ খাইয়ে নেয়। ফলে আমাদের প্রযুক্তি নিউরনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে।’

আরও পড়ুন

পরিধানযোগ্য যন্ত্রটি তৈরিতে গবেষকেরা অ্যাজোবেনজিন ব্যবহার করেছেন। এটি একটি হালকা-সংবেদনশীল উপাদান, যা নির্দিষ্ট আলোর তরঙ্গদৈর্ঘ্যের সংস্পর্শে এলে মাইক্রোটিউব তৈরি করে স্নায়ুতন্ত্রের চারপাশকে আবদ্ধ করে। এ বিষয়ে বিজ্ঞানী মার্থা জে আই আইরাগি লেকারদ্দি বলেন, ‘এই যন্ত্রের মাধ্যমে আমরা অনেক কোষীয় পরিধানযোগ্য পণ্য তৈরি করতে পারব।’

আরও পড়ুন

এমআইটির গবেষকরা এ ধরনের যন্ত্রে বিভিন্ন ধরনের সেন্সর যুক্ত করতে আগ্রহী। এর মাধ্যমে মস্তিষ্কের চিকিৎসার নতুন কৌশল খুঁজে পাওয়া যাবে। এ ধরনের যন্ত্র চিকিৎসক ও গবেষকদের নিউরন থেকে বৈদ্যুতিক, অপটিক্যাল ও তাপীয় সংকেত নিরীক্ষণে সাহায্য করতে পারে। মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে গভীর তথ্য অনুসন্ধানের সুযোগও তৈরি হবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০ ডটকম