পৃথিবীর আকাশ থেকে সরে যাচ্ছে দ্বিতীয় চাঁদ

পৃথিবী থেকে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে নতুন একটি চাঁদ দেখা গেছেছবি: রয়টার্স

অতিথিরা আমাদের বাসায় বেড়াতে আসেন, বেড়ানো শেষে আবার নিজ ঠিকানার চলে যান। ঠিক তেমনি ৩৩ ফুট চওড়া ‘২০২৪ পিটি৫’ নামের একটি ছোট গ্রহাণুও ২৯ সেপ্টেম্বর থেকে আমাদের পৃথিবীর বেশ কাছাকাছি এসেছে। শুধু তা–ই নয়, কয়েক সপ্তাহ ধরেই পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ হিসেবে অবস্থান করছে গ্রহাণুটি। নতুন এই চাঁদ ২৫ নভেম্বর নিজ গন্তব্যে ফেরত যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে খালি চোখে নয়, কমপক্ষে ৩০ ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা গেছে চাঁদটি। এরপরও মহাকাশ অনুসন্ধানীরা দ্বিতীয় চাঁদ পর্যবেক্ষণ করে বেশ আনন্দ পেয়েছেন। যদিও ছোট আকার ও উজ্জ্বলতা কম থাকার কারণে গ্রহাণুটি তেমন দৃশ্যমান হয়নি। মিনিমুনটি পৃথিবী থেকে মাত্র ৩৭ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। বিশেষজ্ঞরা মনে করেন, গ্রহাণুটি অর্জুন গ্রহাণু বেল্ট থেকে এসেছে। অর্জুন গ্রহাণুবলয় সূর্য থেকে ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে অবস্থিত।

২০২৪ পিটি৫ গ্রহাণুটি গত ৭ আগস্ট নাসার গ্রহাণু শনাক্তকারী সিস্টেমে ধরা পড়ে। সবকিছু ঠিক থাকলে ২০৫৫ সালে আবারও দেখা যাবে, পৃথিবীর দ্বিতীয় চাঁদ হিসেবে পরিচিত গ্রহাণুটি। অনেক জ্যোতির্বিজ্ঞানীর ধারণা, প্রাচীনকালে গ্রহাণুটি চাঁদের টুকরা ছিল।

সূত্র: এনডিটিভি