মহাবিশ্বের ত্রিমাত্রিক মানচিত্র নিয়ে নতুন জটিলতা
মহাবিশ্বের নতুন ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। মানচিত্রটিতে আগের তুলনায় তিন গুণ; অর্থাৎ ৬০ লাখের বেশি ছায়াপথের তথ্য যুক্ত করা হয়েছে। মহাবিশ্বের সবচেয়ে বড় ত্রিমাত্রিক এ মানচিত্রের মাধ্যমে অতীতে বিভিন্ন সময়ে মহাবিশ্ব কত দ্রুত সম্প্রসারিত হয়েছে, তা পরিমাপ করা যাবে। তবে মানচিত্রটিতে থাকা ডার্ক এনার্জি ও মহাবিশ্বের বিভিন্ন তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন একদল গবেষক।
বিশাল মানচিত্রটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টের (ডিইএসআই) সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথমবারের মতো বেশি দূরত্ব পরিমাপ করে তৈরি করা হয়েছে মানচিত্রটি। ফলে অভূতপূর্ব উপায়ে নির্ভুলভাবে অতীতে বিভিন্ন সময়ে মহাবিশ্ব কত দ্রুত সম্প্রসারিত হয়েছে, তা পরিমাপ করা যাবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের বিজ্ঞানী সেশাদ্রি নাদাথুর বলেন, ‘নতুন মানচিত্র থেকে আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি। ডার্ক এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে।’
যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কার্লোস ফ্র্যাঙ্ক বলেন, ডার্ক এনার্জি যদি প্রকৃতপক্ষে ধ্রুবক বা স্থির থাকত, তবে মহাবিশ্বের ভবিষ্যৎ সহজে বোঝা যেত। তখন মহাবিশ্ব চিরকালের জন্য প্রসারিত হতো। যদিও মানচিত্রের বিভিন্ন তথ্য ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। নতুন ইঙ্গিত থেকে জানা যাচ্ছে, কোনো একসময় মহাবিশ্বে বিগ ব্যাংয়ের মতো বিগ ক্র্যাঞ্চ বা বড় সংকোচনের মতো ঘটনা ঘটবে।
সূত্র: দ্য গার্ডিয়ান