নির্ধারিত সময়ের আড়াই মাস পর পৃথিবীতে ফিরেই হাসপাতালে ৪ নভোচারী, কেন

স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলে চড়ে পৃথিবীতে ফিরে আসf নভোচারীরারয়টার্স

নির্ধারিত সময়ের আড়াই মাস পর গত ২৫ অক্টোবর স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে আসার পরপরই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ নভোচারী। নাসার তথ্যমতে, এই চার নভোচারী গত ৫ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। বিভিন্ন গবেষণা শেষে আগস্টের মাঝামাঝি সময়ে পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাঁদের। কিন্তু আরেক‌ মহাকাশযান বোয়িং স্টারলাইনারে ত্রুটি দেখা দেওয়ায় মহাকাশে ২৩৫ দিন থাকতে বাধ্য হন তাঁরা। তবে ঠিক কী কারণে সব নভোচারীকে একসঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি।

সাধারণত মহাকাশ অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে এবার স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ফিরে আসার পর নাসা প্রথমে একজন নভোচারীকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে জানা যায়, ৪ নভোচারীকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

দীর্ঘদিন মহাকাশে অবস্থান করলে নভোচারীদের হাড় ও পেশি ক্ষয়ের পাশাপাশি চোখে সমস্যা হয়ে থাকে। এমনকি কিডনিতে পাথর, কার্ডিওভাস্কুলার সমস্যাসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যাও দেখা যায়। তাই ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন মহাকাশ স্টেশনে থাকার কারণে নভোচারীদের স্বাস্থ্যের ওপর বিভিন্ন প্রভাব তৈরি হয়েছে।

পৃথিবীতে ফেরত আসা নভোচারীরা হলেন নাসার ম্যাথিউ ডমিনিক, মাইকেল ব্যারাট, জেনেট ইপস ও রাশিয়ার রোসকোমোসের আলেকজান্ডার গ্রেবেনকিন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করার সময় তাঁরা স্টেম সেল, উদ্ভিদের ওপর মাইক্রোগ্র্যাভিটি ও অতিবেগুনি রশ্মির বিকিরণের প্রভাব জানতে বিভিন্ন ধরনের গবেষণা করেন।

সূত্র: ডেইলি মেইল