বিশ্বজুড়ে ১৬ হাজারের বেশি প্রজাতির গাছ বিলুপ্তির ঝুঁকিতে
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকির কারণে বিশ্বজুড়ে ১৬ হাজারের বেশি প্রজাতির গাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর ঘন ঘন ঝড়ের ঝুঁকি তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন প্রজাতির গাছ বেশি হুমকিতে রয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। প্রকৃতি সংরক্ষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক সংগঠনটি এ বিষয়ে নিজেদের লালতালিকাও হালনাগাদ করেছে। তালিকার তথ্য মতে, বিশ্বজুড়ে ৪৭ হাজারের বেশি গাছের প্রজাতির তথ্য পর্যালোচনা করে দেখা গেছে এক-তৃতীয়াংশের বেশি প্রজাতি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
আইইউসিএনের তথ্য মতে, বিশ্বের ১৯২টি দেশের বিভিন্ন গাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিপন্ন গাছের সংখ্যা হুমকির মুখে থাকা পাখি, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ ও উভচর প্রাণীর প্রজাতির সংখ্যার দ্বিগুণের বেশি। এ বিষয়ে বোটানিক গার্ডেন কনজারভেশন ইন্টারন্যাশনালের বিজ্ঞানী মালিন রিভারস জানিয়েছেন, এই তালিকা বিশ্বব্যাপী গাছের সংরক্ষণের অবস্থার বর্তমান চিত্র তুলে ধরছে। বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশ হিসেবে এক হাজারে বেশি উদ্ভিদ বিশেষজ্ঞ এই তালিকা তৈরি করেছেন। মানুষ ও গ্রহকে বাঁচানোর জন্য আমাদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে গাছ সংরক্ষণের কার্যক্রম বাড়াতে হবে।
বিভিন্ন প্রজাতির গাছ বিলুপ্ত হলে ছত্রাক ও প্রাণীরা বড় ধরনের হুমকির মুখে পড়বে। কার্বন, পানি ও পুষ্টি চক্রের পাশাপাশি মাটির গঠন ও জলবায়ু নিয়ন্ত্রণে অপরিহার্য ভূমিকা পালন করেছে বিভিন্ন প্রজাতির গাছ। পৃথিবীতে জীবনের জন্য গাছ মৌলিক ভূমিকা পালন করছে। গাছ মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালতালিকায় থাকা পাঁচ হাজারের বেশি গাছের প্রজাতি নির্মাণশিল্পে ব্যবহার করা হয়। দুই হাজারের বেশি প্রজাতির গাছ প্রয়োজন হয় ওষুধ ও খাদ্য তৈরিতে। এ বিষয়ে যুক্তরাজ্যের রয়্যাল বোটানিক গার্ডেন, কেউয়ের গবেষক আইমার নিক লুগাধা বলেন, ‘আমরা আশা করি যে বিলুপ্তির এই ভয়ংকর পরিসংখ্যান জরুরি পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। বাস্তুতন্ত্র ও মানুষের কাছে গাছের গুরুত্ব বিবেচনা করে কাজ করতে হবে।’
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঘন ঘন ঝড় হওয়া গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বিভিন্ন গাছের প্রজাতি বেশি হুমকির মুখে রয়েছে। দক্ষিণ আমেরিকা বিশ্বের বৃহত্তম গাছ প্রজাতির বৈচিত্র্যের আবাসস্থল। সেখানে ১৩ হাজার ৬৬৮ প্রজাতির গাছ রয়েছে, যার মধ্যে ৩ হাজার ৩৫৬টি প্রজাতি ঝুঁকির মধ্যে রয়েছে।
সূত্র: ইউরোনিউজ