নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল, দাম কত জানেন
অনেকেই শখের বশে লাখ লাখ টাকা খরচ করে অদ্ভুত সব জিনিসপত্র সংগ্রহ করেন। শৌখিন সংগ্রহকারীরা এবার চাইলে বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল কিনতে পারবেন। শুনতে অবাক লাগলেও ‘ভালকেইন’ নামের বিশাল অ্যাপাটোসরাস ডাইনোসরের কঙ্কাল বিক্রির জন্য নিলামে তোলা হচ্ছে। এই কঙ্কালের দৈর্ঘ্য ৬৯ ফুট লম্বা। কঙ্কালটির প্রায় ৮০ ভাগ অংশই অক্ষত আছে। নিলামে ডাইনোসরের কঙ্কালের দাম ২৫ লাখ পাউন্ড থেকে ৪২ লাখ পাউন্ড উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ডাইনোসর–ভক্তরা ইচ্ছে করলে বিশ্বের সবচেয়ে বড় কঙ্কালের মালিক হওয়ার এই বিরল সুযোগ নিতে পারেন।
ভলকেইন মূলত অ্যাপাটোসরাস ডাইনোসরের দলের সদস্য ছিল। প্রায় ১৫ কোটি বছর আগের এই ডাইনোসরের প্রধান খাবার ছিল উদ্ভিদ। অ্যাপাটোসরাস নামের গ্রিক অর্থ প্রতারক টিকটিকি। এই ডাইনোসরের দৈর্ঘ্য সর্বোচ্চ ৬৯ ফুট পর্যন্ত হয়ে থাকে। অন্য আরেক বিখ্যাত ডাইনোসর ব্রন্টোসরাসের সঙ্গে এদের মিল আছে। পৃথিবীতে বসবাস করা বৃহত্তম স্থল প্রাণীদের মধ্যে অন্যতম এই ডাইনোসরের লম্বা সরু লেজ ছিল। এই লেজ শিকারের সময় চাবুক হিসেবে ব্যবহার করত ডাইনোসরগুলো।
ফ্রান্সের রাজধানী প্যারিসের আগামী ১৬ নভেম্বর ডাইনোসরটির কঙ্কাল বিক্রির জন্য তোলা হবে। এই কঙ্কালের বয়স প্রায় প্রায় ১৫ কোটি বছর। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াইমিংয়ে এই কঙ্কাল আবিষ্কৃত হয়। এরপর তিন বছর খনন করে কঙ্কালটি উদ্ধার করা হয়। বর্তমানে কঙ্কালটি প্যারিসের ডোমেইন দে ড্যাম্পিয়ার-এন-ইভেলিন পার্কে সবার জন্য প্রদর্শন করা হচ্ছে।
ডাইনোসরের কঙ্কাল কেনাবেচার ঘটনা প্রায়ই শোনা যায়। ২০২০ সালে একজন বেনামি ক্রেতা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক নিলামে আড়াই কোটি পাউন্ডের বেশি দামে স্ট্যান নামে একটি ৪০ ফুট লম্বা ‘টি রেক্স’ ডাইনোসরের কঙ্কাল কিনেছিলের। জীবাশ্মবিদেরা অবশ্য এ ধরনের নিলামের বিরুদ্ধে। কারণ, ব্যক্তিগত সংগ্রাহকদের কারণে ডাইনোসরের হাড় থেকে অজানা তথ্য জানার সুযোগ কমে যাচ্ছে বলে মনে করেন তাঁরা।
সূত্র: ডেইলি মেইল