২০২৪ সালের আলোচিত ১০ উদ্ভাবন
২০২৪ সালে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় নানা ধরনের আলোচিত উদ্ভাবন দেখা গেছে। বিভিন্ন ধরনের আবিষ্কার দেখে চমকে গেছে পৃথিবী। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানবিষয়ক সাময়িকী পপুলার সায়েন্স ও বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ২০২৪ সালের আলোচিত অনেকগুলো উদ্ভাবনের নাম প্রকাশ করেছে। ২০২৪ সালের আলোচিত ১০টি উদ্ভাবনের গল্প জেনে নেওয়া যাক।
এলজির স্বচ্ছ টিভি
এ বছর বাজারে আসে এলজি সিগনেচার ওএলইডি টিভি নামের স্বচ্ছ টিভি। এই টিভিকে বেশ সূক্ষ্মভাবে আকর্ষণীয় নকশায় তৈরি করা হয়েছে। এতে আছে একটি স্বচ্ছ ৭৭ ইঞ্চি পর্দা, যার ওপর ছবি অনেকটা বাতাসে ভাসার মতো চলতে থাকে। ওএলইডি টিভি সর্বদা অন ডিসপ্লেতে পরিবর্তনশীল শিল্পকর্ম প্রদর্শন করতে পারে। এলজির জিরো কানেক্ট বক্স ব্যবহার করে তার ছাড়াই এই টিভি ব্যবহারের সুযোগ আছে।
অগমেন্টেড অপারেশন থিয়েটার ব্যবস্থাপনা
বিভিন্ন হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ বা অপারেশন থিয়েটার মানেই অনেক কাজ। একেকটি অস্ত্রোপচারের ধরন একেক রকম। আবার একেকজন চিকিৎসক নিজস্ব নিয়মে অপারেশন থিয়েটার পরিচালনা করেন। কেউ বাঁ দিকে স্ক্যালপেল রাখেন, আবার কেউ ডান দিকে। কেউ সিল্কের সুতা সেলাইয়ে ব্যবহার করেন, কেউ নাইলন ব্যবহার করে। অপারেশন থিয়েটারের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবস্থাপনা বেশ জটিল। একটু বিলম্ব হলেই অস্ত্রোপচারে দেরি হতে পারে। প্রযুক্তিপ্রতিষ্ঠান এক্সইএক্সের এক্সপেরিয়েন্সএক্স নামের অগমেন্টেড প্রযুক্তি চিকিৎসকদের জন্য অপারেশন থিয়েটারের একটি ভার্চ্যুয়াল মানচিত্র তৈরি করার প্রযুক্তি সরবরাহ করছে। বিভিন্ন চিকিৎসককে তার পছন্দের যন্ত্র ও প্রয়োজন অনুসারে যন্ত্র কোথায় রাখা হচ্ছে অপারেশন থিয়েটারে, তা চিকিৎসক ও তাঁর অপারেশনে সহযোগীদের জানার সুযোগ তৈরি করছে। অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে অপারেশন থিয়েটারের প্রতিটি টুলের অবস্থান সম্পর্কে জানতে পারেন চিকিৎসকেরা। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে পাইলটিং চলছে এ প্রযুক্তির।
ঘরোয়া মেডিকেল চেকআপ টুল
চিকিৎসকের কাছে না গিয়ে মেডিকেল চেকআপের টুল তৈরি করেছেন একদল উদ্ভাবক। ‘উইদিংস বিমও’ নামের টিভির রিমোটের মতো দেখতে ডিভাইসে চারটি মেডিকেল চেকআপ করার এক যন্ত্র এ বছর তৈরি করেছেন উদ্ভাবকেরা। এ যন্ত্রে বিভিন্ন সেন্সরকে একত্র করে যা শরীরের তাপমাত্রা শনাক্ত করা, ফুসফুসের অবস্থা, হার্ট স্ক্যান ও রক্তের অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা যায়। এই যন্ত্র ঘরবাড়িতে স্বাস্থ্যবিষয়ক পর্যবেক্ষণব্যবস্থায় বিপ্লব আনছে বলে বিশ্লেষকেরা মনে করেন। ডিভাইসের মেডিকেল ডেটা একটি অ্যাপে সংরক্ষিত হয়, যা পরে রোগনির্ণয়ের জন্য চিকিৎসকের কাছে পাঠানো যায়। একটি যন্ত্র দিয়ে পরিবারের আট সদস্যের তথ্য সংগ্রহ করা যায়। এই যন্ত্র সরাসরি বিভিন্ন ফার্মেসি থেকে কেনা যাবে বলে ঘরোয়া চেকআপ টুল আরও সহজলভ্য হবে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী দেড় কোটি ব্যবহারকারী এ যন্ত্র ব্যবহার করছেন।
উন্মুক্ত হলো ম্যালেরিয়ার টিকা
কয়েক দশকের প্রচেষ্টার পর এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য দুটি টিকা সুপারিশ করেছে। ম্যালেরিয়ার কারণে প্রতিবছর কয়েক মিলিয়ন মানুষ সংক্রমিত হচ্ছে আর মারা যাচ্ছে প্রায় ছয় লাখ মানুষ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার গবেষকেরা আর২১/ম্যাটিক্স-এম নামের টিকা তৈরি করেছেন। টিকাটি ম্যালেরিয়া অ্যান্টিজেন আর২১-কে লক্ষ্য করে কাজ করে। এর সঙ্গে নোভাভ্যাক্সের তৈরি একটি টিকা আছে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। সিরাম এ বছরের মে মাসে প্রথম ডোজ ম্যালেরিয়া টিকা বাজারে আনে। প্রতিটি টিকার দাম পড়ছে ৪ ডলারের মতো। বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডোজ ম্যালেরিয়ার টিকা আফ্রিকায় সরবরাহ করার জন্য কাজ করছে প্রস্তুতকারকেরা।
পানি শোধনের জন্য ভুট্টার তৈরি ফিল্টার
দূষিত পানি থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য বিশেষ ধরনের ফিল্টার ক্যাপ তৈরি করেছে বেলর ইন্টারন্যাশনাল ফিলসা ওয়াটার, কলম্বিয়ান রেড ক্রস ও ওগিলভি কলম্বিয়া। উদ্ভাবকেরা থ্রিডি প্রিন্টার ব্যবহার করে মিষ্টি ভুট্টার রেজিন বা রজন দিয়ে ফিল্টার ক্যাপ তৈরি করেনে। এই ফিল্টার বোতলের মুখে ব্যবহার করে যেকোনো কুয়া, পুকুর বা নদীর পানি বিশুদ্ধ করা যায়। ফিল্টার ক্যাপের ভেতরে বিভিন্ন ধাতু, খনিজ ও অন্যান্য উপাদানের রাসায়নিক মিশ্রণ (যেমন অ্যাক্টিভেটেড কার্বন) ব্যবহার করে দূষিত পদার্থ আলাদা করা হয়। একেকটি ফিল্টারের দাম ছয় ডলারের কম। প্রতিটি ফিল্টার দিনে পাঁচ লিটার পানি শোধন করতে পারে। এরই মধ্যে ১ হাজার ফিল্টার ক্যাপ ব্যবহার করে ১০ হাজারের মতো অধিবাসীকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে।
টাইটেনিয়ামের তৈরি হৃদ্যন্ত্র
অস্ট্রেলিয়ান বায়োমেডিকেল প্রকৌশলী ড্যানিয়েল টিমস এ বছর কৃত্রিম হৃদ্যন্ত্র উদ্ভাবন করেছেন। তাঁর প্রতিষ্ঠান বাইভ্যাকর একটি কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেছে, যা আসল হৃদ্যন্ত্রের মতো সারা শরীরে রক্ত পরিবহন করতে পারে। ২০২৪ সালে তিনজন মার্কিন রোগীকে এই কৃত্রিম হৃদ্যন্ত্র পরানো হয়েছে। এ বছরের জুলাই মাসে টেক্সাসে প্রথম টাইটেনিয়ামের তৈরি বাইভেন্ট্রিকুলার রোটারি ব্লাড পাম্প বসানো হয় মানবদেহে।
গবেষণাগারে তৈরি তন্তু
এ বছর প্রাকৃতিক তন্তুর বিকল্প হিসেবে গবেষণাগারে তন্তু তৈরিতে সাফল্য লাভ করেছেন উদ্ভাবকেরা। গ্যালি কো নামের একটি প্রতিষ্ঠান কৃত্রিম তুলা তৈরি করেছে, যার মাধ্যমে প্রাকৃতিক সেলুলার তন্তুর ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে। কৃত্রিম তন্তুর নাম দেওয়া হয়েছে লিটারেলি কটন। প্রচলিত উপায়ে তন্তু সংগ্রহের জন্য বন উজাড় করতে হয়। পানি ও প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে তন্তু সংগ্রহ বেশ জটিল। গ্যালি ল্যাবে বিশেষায়িত কোষের মাধ্যমে তুলা তৈরি করছে, যা চাষ করা তুলার মতোই। গ্যালি মালিকানার কিছু অংশ এ বছরের সেপ্টেম্বরে ফ্যাশন ব্র্যান্ড জারার মূল কোম্পানি ইন্ডিটেক্স কিনে নিয়েছে।
সবচেয়ে বড় চিপ
বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালানোর জন্য ২০২৪ সালে সেমিকন্ডাক্টর শিল্পে নানা ধরনের চমক দেখা গেছে। সেরেব্রাস সিস্টেম এ বছর মার্চে একটি তৃতীয় প্রজন্মের চিপ প্রকাশ করেছে। এটিকে বলা হচ্ছে সবচেয়ে বড় চিপ। ‘ওয়েফার-স্কেল ইঞ্জিন ৩’ নামের এই চিপ ওপেনএআইয়ের জিপিটি-৪ থেকে ১০ গুণ বড় মডেলকে প্রশিক্ষণ দিতে পারে। এই চিপ কনডোর গ্যালাক্স ৩ নামের একটি সুপারকম্পিউটারে ব্যবহার করা হবে।
এআইভিত্তিক আবহওয়ার পূর্বাভাস
আবহওয়ার তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা স্টার্টআপ অ্যাটমো এ বছর এআইনির্ভর আবহওয়ার পূর্বাভাস মডেল তৈরি করেছে। তাদের এআইনির্ভর আবহাওয়ার পূর্বাভাস মডেল ৬০ বছরের বেশি জলবায়ুর তথ্য বিশ্লেষণ করে প্রায় নিখুঁত ও দ্রুত পূর্বাভাস দিতে পারে। এআই ব্যবহার করে ৪০ হাজার গুণ বেশি দ্রুত ও ১০০ গুণ বেশি বিস্তারিত তথ্য দিতে পারে এআই মডেল। প্রচলিত সুপারকম্পিউটার-ভিত্তিক মডেলের তুলনায় ৫০ শতাংশ নির্ভুল তথ্য দিতে পারে। এআই আবহওয়ার পূর্বাভাস মডেল ১৪২টি আবহাওয়া স্যাটেলাইট ও সারা বিশ্বের লাখ লাখ সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে ক্রমাগত হালনাগাদ করে। নতুন এই এআই টুল টুভালু দ্বীপরাষ্ট্রসহ মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে কাজ করছে।
দীর্ঘমেয়াদি ব্যাটারি তৈরি
এ বছরের আলোচিত উদ্ভাবনের তালিকায় ২৫ বছর মেয়াদে ব্যবহার করা যায়, এমন ব্যাটারির নাম রয়েছে। প্রায় ৯৫ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে টোরাস নোভা স্পিন নামের একটি প্রতিষ্ঠান এই যান্ত্রিক ব্যাটারি তৈরি করেছে। সাধারণভাবে গ্রিড পাওয়ার বা সৌর প্যানেলে ক্রমাগত ঘূর্ণায়মান রটার চালানো হয়, যা শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে। এই গতিশক্তিকে পুনরায় বিদ্যুতে রূপান্তরিত করতে পারে মেকানিক্যাল ব্যাটারি। একেকটি ব্যাটারি সিস্টেমের দাম পড়ছে ৮৫ হাজার মার্কিন ডলার। একেকটি ব্যাটারি ২৫ বছর মেয়াদে কাজ করবে, যা রাসায়নিক ব্যাটারির চেয়ে তিন গুণ বেশি সময় কাজ করতে পারে।
অন্য সব আলোচিত উদ্ভাবন
উদ্ভাবনের তালিকায় স্পেসএক্সের পোলারিস ডন নামের বেসামরিক মহাকাশ অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বছর প্রথম বেসামরিক অভিযানে মানুষ মহাকাশে স্পেসওয়াক করেছে। এ ছাড়া এআই প্রযুক্তিনির্ভর কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ মোবাইল প্ল্যাটফর্ম, ফিল্টার বেবি ইকো-প্রো শাওয়ার ফিল্টারসহ বেশ কিছু উদ্ভাবন এ বছরের আলোচনায় ছিল।
সূত্র: পপসাই ও টাইম ম্যাগাজিন