মশা বিলুপ্ত হলে যা হবে
ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার প্রকোপের কারণে সবাই মশার নিধন চায়। মশা নিধনের কারণে যদি মশা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তখন কী হবে? বিজ্ঞানীদের ধারণা, ব্যাপকভাবে মশার বিলুপ্তি ঘটলে পরিস্থিতি ভিন্ন রকম হবে। মশার প্রায় সাড়ে তিন হাজার প্রজাতি নির্মূল হয়ে গেলে অনিচ্ছাকৃত পরিণতির মুখোমুখি হতে পারে পৃথিবী। মশার বিলুপ্তি সামগ্রিকভাবে বাস্তুতন্ত্র ও মানবস্বাস্থ্যের ওপর জটিল প্রভাব ফেলবে। কিছু প্রজাতির মশার অনুপস্থিতি মানুষের উপকার করলেও প্রকৃতির স্বাভাবিক খাদ্যশৃঙ্খলে পরিবর্তনের কারণে পরিবেশগত বিপর্যয় তৈরি হতে পারে।
সাড়ে তিন হাজার প্রজাতির মশার মধ্যে প্রায় ২০০টি প্রজাতি মানুষকে আক্রমণ করে। আর তিনটি প্রজাতি অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিস মশা ম্যালেরিয়া ও জ্বরের মতো রোগের সংক্রমণের মাধ্যমে মানুষের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করে। বিজ্ঞানীরা ক্ষতির কথা বিবেচনা করে সম্ভাব্যভাবে মশা নির্মূল করার বিভিন্ন উপায় নিয়ে অনুসন্ধান করছেন। রাসায়নিক উপায়ে মশার প্রজাতি ধ্বংসসহ বিভিন্ন জেনেটিক পদ্ধতি নিয়ে গবেষণা চলছে, যা মশার সংখ্যা আনুপাতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। জেনেটিক্যালি পরিবর্তিত মশা তৈরি করতে গবেষকেরা বিশেষ ধরনের এনজাইম ব্যবহার করে কাজ করছেন।
মশা ১০ কোটি বছরের বেশি সময় ধরে পৃথিবীতে টিকে আছে। এই সময়ের মধ্যে ক্ষুদ্র এই প্রাণী প্রকৃতিতে খাদ্যশৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর তাই পরিবেশ থেকে মশা হারিয়ে গেলে নতুন বিপদ তৈরি হবে। আর্কটিক অঞ্চলে বেশ কয়েকটি মশার প্রজাতির গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে। এসব মশা পরিযায়ী পাখিদের খাবার। যদি মশা নির্মূল করা হয়, তবে এই এলাকায় পাখির সংখ্যা অর্ধেকের বেশি কমে যেতে পারে।
বিজ্ঞানীদের মতে, মশা হারিয়ে গেলে বিশ্বজুড়ে অনেক মাছ প্রজাতির সংকটে পড়বে। অনেক মাছ বেঁচে থাকার জন্য মশার লার্ভা খাদ্য হিসেবে ব্যবহার করে। প্রকৃতপক্ষে মশা কোনো কারণে অদৃশ্য হয়ে গেলে অনেক পোকামাকড় ও মাছের খাদ্যশৃঙ্খলে পরিবর্তন আসবে।
সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস