নির্ধারিত সময়ের আড়াই মাস পর পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলে চড়ে পৃথিবীতে ফিরে আসেন নভোচারীরানাসা

স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলে চড়ে নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস পর পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নাসার নভোচারী ম্যাথিউ ডমিনিক, মাইকেল ব্যারাট, জেনেট ইপস ও রাশিয়ার রোসকোমোসের আলেকজান্ডার গ্রেবেনকিনকে নিয়ে সফলভাবে অবতরণ করে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযানটি। এই চার নভোচারী গত ৫ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। বিভিন্ন গবেষণা শেষে আগস্টের মাঝামাঝি সময়ে পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাঁদের। কিন্তু আরেক‌ মহাকাশযান বোয়িং স্টারলাইনারে ত্রুটি দেখা দেওয়ায় মহাকাশে প্রায় সাত মাসের বেশি সময় থাকতে বাধ্য হন তাঁরা।

নাসার তথ্যমতে, নভোচারীদের ফিরিয়ে আনার জন্য কাজ করা ‘ক্রু-৮’ মিশনটি সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন মিলটনের কারণে একাধিকবার বিলম্বিত হয়েছে। ক্রু-৮ মিশন মহাকাশে নভোচারী পরিবহন করা স্পেসএক্সের ১৩তম মিশন। নাসা ও স্পেসএক্সের পরের মিশন ক্রু-৯, যা আগামী ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আটকে পড়া সুনি উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরত আনবে।

পৃথিবীতে ফেরত আসা নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মোট ২৩৫ দিন অবস্থান করেন। এ সময় স্টেম সেল, উদ্ভিদের ওপর মাইক্রোগ্র্যাভিটি ও অতিবেগুনি রশ্মির বিকিরণের প্রভাব জানতে বিভিন্ন ধরনের গবেষণা করেন তাঁরা।

সূত্র: ফোর্বস ও স্পেস ডটকম