ফসলের জন্য জিন ব্যাংকে এবার সবচেয়ে বেশি নমুনা জমা পড়েছে

নরওয়ের স্ভালবার্ড গ্লোবাল সিড ভল্টের প্রবেশপথরয়টার্স

পৃথিবীর বিভিন্ন শস্যের বিলুপ্তি রোধ করতে ২০০৮ সালে ‘ডুমসডে আর্কটিক ভল্ট’ তৈরি করা হয়। স্ভালবার্ড গ্লোবাল সিড ভল্ট নামের জিন ব্যাংকে বিভিন্ন ফসল ও শস্যের নমুনা রাখা আছে। পারমাণবিক যুদ্ধ কিংবা জলবায়ু পরিবর্তনের বিপর্যয় মোকাবিলা করার জন্য একটি পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে এই জিন ব্যাংক। বিভিন্ন ফসলের জীনগত কোড সংরক্ষণ করে হাজার হাজার উদ্ভিদ প্রজাতিকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করছে এই ব্যাংক। নরওয়ের স্পিটসবার্গেন দ্বীপে অবস্থিত এই বীজ ব্যাংকে ২০২০ সালের পর থেকে এ বছর সবচেয়ে বেশিসংখ্যক নতুন নমুনা জমা পড়েছে।

খাদ্যনিরাপত্তা হুমকি ও জলবায়ু পরিবর্তনের হুমকির কারণে বিভিন্ন দেশ থেকে নমুনা পাঠানো হচ্ছে। ইউরোপ থেকে অনেক দূরের এক জনবহুল দ্বীপে এই জিন ব্যাংকের অবস্থান। নমুনা সংরক্ষণের ভল্ট রক্ষার জন্য বছরে এটি দুই বা তিনবার খোলা হয়। ক্রপ ট্রাস্টের নির্বাহী পরিচালক স্টেফান স্মিটজ বলেন, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন সংঘাতের কারণে ৭৫টির বেশি দেশে ৭০ কোটির বেশি মানুষ হুমকিতে রয়েছে। অবকাঠামো ও খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়েছে। জিন ব্যাংকে নতুন শস্য হিসেবে বলিভিয়া প্রথমবারের মতো নমুনা জিন জমা দিয়েছে। ৪০০ বছর বয়সী ইউনিভার্সিডাড মেয়র রিয়েল বিশ্ববিদ্যালয় থেকে নমুনা জমা দেওয়া হয়েছে। বলিভিয়ার স্থানীয় ১২৫টি কৃষক পরিবার থেকে সংগ্রহ করা নমুনা জমা দেওয়া হয়। ফসল সংরক্ষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলিভিয়া থেকে নমুনা জমা দেওয়া হয়েছে।

অন্যান্য দেশের মধ্যে আফ্রিকার দেশ চাদ থেকে তিল, চাল, ভুট্টা ও সরগমের ১ হাজার ১৪৫টি নমুনা জমা পড়েছে। এবার ২১টি দেশের ৩০ হাজারের বেশি নতুন নমুনা জমা পড়েছে। ফিলিস্তিন অঞ্চল থেকে শাকসবজি, লেবু ও ভেষজ বীজের নমুনা জমা দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি