চাঁদে জ্বলবে বাতি

ছবি:রয়টার্স

চাঁদে মানুষের বসতি স্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন বিজ্ঞানীরা। মানুষের বসবাস শুরুর আগেই চাঁদে সড়কবাতি স্থাপনের পরিকল্পনা করেছেন একদল বিজ্ঞানী। এই সড়কবাতির উচ্চতা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টির চেয়েও লম্বা হবে। চাঁদের বুকে সড়কবাতি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে অনুদানও পেয়েছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান হানিবি রোবোটিকস।

চাঁদে একটি দিন পৃথিবীর দুই সপ্তাহের সমান স্থায়ী হয়। আর রাতের দৈর্ঘ্যও বেশ দীর্ঘ। এই দীর্ঘ অন্ধকার রাত বিভিন্ন মহাকাশযানের অবতরণের জন্য বেশ বিপজ্জনক। এই সমস্যা সমাধানের জন্য চাঁদে বিশাল আকারের সৌর ব্যাটারিযুক্ত সড়কবাতি স্থাপন করতে চায় হানিবি রোবোটিকস।

আরও পড়ুন

চাঁদে সড়কবাতি স্থাপনের প্রকল্পটির নাম দেওয়া হয়েছে লুনার ইউটিলিটি নেভিগেশন উইথ অ্যাডভান্সড রিমোট সেন্সিং অ্যান্ড অটোনোমাস বিমিং ফর এনার্জি রিডিস্ট্রিবিউশন বা লুনারসাবার। যুক্তরাষ্ট্র সরকারের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডারপা) এই প্রকল্পে অর্থায়ন করছে।

সূত্র: লাইভসায়েন্স