সন্তানের স্ন্যাপচ্যাট ব্যবহারে নজরদারি করতে পারবেন অভিভাবকেরা

স্ন্যাপচ্যাটসংগৃহীত

বিনিময় করা ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের মধ্যে কিশোর-কিশোরীর সংখ্যাও কম নয়। আর তাই সন্তানের ওপর অভিভাবকদের নজরদারি করার সুযোগ দিতে ‘ফ্যামিলি সেন্টার’ টুল চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। টুলটি কাজে লাগিয়ে সন্তানেরা কাদের সঙ্গে বার্তা, ছবি ও ভিডিও বিনিময় করছে, তা জানতে পারবেন অভিভাবকেরা। চাইলে সন্তানের বন্ধুতালিকাও দেখতে পারবেন তাঁরা।

‘ফ্যামিলি সেন্টার’ ব্যবহারের জন্য অভিভাবকদের অবশ্যই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টের সেটিংস অপশনে পাওয়া যাবে টুলটি। এরপর টুলটিতে যুক্ত হওয়ার জন্য সন্তানদের আমন্ত্রণ জানাতে হবে। সন্তানেরা সম্মতি দিলে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে টুলটি। সন্তানরাও জানবে, তাদের স্ন্যাপচ্যাট ব্যবহারের ওপর অভিভাবকেরা নজরদারি করছেন। ফলে তারাও বার্তা, ছবি ও ভিডিও বিনিময়ে সতর্ক হবে। টুলটি কাজে লাগিয়ে সন্তানদের সর্বশেষ সাত দিনের স্ন্যাপচ্যাট ব্যবহারের তথ্য জানা যাবে।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, ‘ফ্যামিলি সেন্টার’ টুলটি কাজে লাগিয়ে ১৩ থেকে ১৮ বছর বয়সী সন্তানের ওপর নজরদারি করা যাবে। সন্তানেরা কাদের সঙ্গে বার্তা, ছবি ও ভিডিও বিনিময় করছে, তা জানা গেলেও সেগুলোর বিষয়বস্তু জানা যাবে না। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডায় টুলটি ব্যবহার করা যাবে।

সূত্র: রয়টার্স