আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ফোনে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করতে কাজ করছে গুগলছবি: রয়টার্স

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। আর তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার আইওএস অপারেটিং সিস্টেমের ‘লাইভ অ্যাক্টিভিটিজ’–এর আদলে ‘রিচ অনগোয়িং নোটিফিকেশন’ নামের সুবিধা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত করতে কাজ করছে গুগল।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম–বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মিশাল রহমান জানিয়েছেন, রিচ অনগোয়িং নোটিফিকেশন সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা একনজরে স্ট্যাটাস বার থেকে প্রয়োজনীয় সব তথ্য দেখতে পাবেন। সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৫ কিউপিআর১ বেটা ৩ সংস্করণের কোডে নতুন এই এপিআই এর ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে সুবিধাটি  যুক্ত করা হতে পারে।

অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিচ অনগোইং নোটিফিকেশন সুবিধার স্ট্যাটাস বারে সাধারণ আইকনের বদলে চিপস আইকন দেখা যাবে। চিপস আইকনে ট্যাপ করলে একটি ডায়ালগ বক্স চালু হবে, যার মাধ্যমে মিউজিক প্লে বা পজ করা, ট্র্যাক স্কিপ করার মতো কাজগুলো করা যাবে। অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে একই স্ক্রিন থেকে তাৎক্ষণিক বিভিন্ন কাজ করার সুযোগ মিলবে।

অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো রিচ অনগোয়িং নোটিফিকেশন সুবিধাটি ফোনের ‘নচ’ বা সামনের ক্যামেরার পাশের অংশে প্রদর্শিত না হয়ে স্ট্যাটাস বারের বাঁ দিকের খালি জায়গায় দেখা যাবে। সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই চূড়ান্ত সংস্করণ প্রকাশের সময় কিছু পরিবর্তন হতে পারে।

সূত্র: এনগ্যাজেট, লাইভমিন্ট