২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড ১৫ ওএস আনল গুগল, আপনার ফোনে ব্যবহার করা যাবে তো

অ্যান্ড্রয়েড ১৫ ওএসগুগল

গত মার্চে বেটা সংস্করণ আনার পর এবার আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের পূর্ণাঙ্গ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। অপারেটিং সিস্টেমটিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্তের পাশাপাশি ফোন চুরি ঠেকানোর জন্য উন্নত নিরাপত্তাব্যবস্থাও যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া সুবিধাগুলোর পাশাপাশি কোন কোন মডেলের ফোনে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে, তা দেখে নেওয়া যাক।

প্রাইভেসি স্পেস

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ বা গোপনীয় বিভিন্ন তথ্য আদান-প্রদান করেন অনেকেই। অন্য কোনো ব্যক্তি ফোন ব্যবহার করার সময় এসব তথ্য দেখে ফেললে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত করা হয়েছে ‘প্রাইভেসি স্পেস’ সুবিধা। এ সুবিধা কাজে লাগিয়ে ফোনের অ্যাপ তালিকা থেকে সংবেদনশীল যেকোনো অ্যাপ সহজেই লুকিয়ে রাখা যাবে। শুধু তা-ই নয়, অ্যাপগুলোর নোটিফিকেশনও অন্য কেউ দেখতে পারবে না।

আরও পড়ুন

থেফট ডিটেকশন লকে নতুন সুবিধা

স্মার্টফোন হারিয়ে বা চুরি যাওয়ার পর অনেকেই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকেন। কারণ, ফোন চুরি হলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্যও হারিয়ে যায়। ফলে বিপাকে পড়েন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে থেফট ডিটেকশন লক প্রযুক্তিতে নতুন অ্যান্টি থেফট সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া ফোনে থাকা সিম পরিবর্তন বা ফাইন্ড মাই ডিভাইস প্রযুক্তি বন্ধ করা যাবে না। শুধু তা-ই নয়, ফোনের পর্দায় অস্বাভাবিক বা সন্দেহজনক নড়াচড়া শনাক্ত হলেই ফোন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। এর ফলে ফোন চুরি হলেও ব্যবহারকারীদের তথ্য নিরাপদ থাকবে এবং অন্য কেউ ফোনটি ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন

অ্যাপের স্ক্রিন শেয়ার

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মধ্যে দুটি যন্ত্রে একই অ্যাপের স্ক্রিন শেয়ার করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা স্মার্টফোনের পুরো পর্দার বদলে নির্দিষ্ট একটি অ্যাপের উইন্ডো শেয়ার করতে পারবেন। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষা আরও বাড়বে।

যেসব মডেলের ফোন ও ট্যাবলেট কম্পিউটারে ব্যবহার করা যাবে

অ্যান্ড্রয়েড ১৫ আনার ঘোষণা দিলেও এখনই সব ফোনে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে না। প্রথম ধাপে গুগলের তৈরি পিক্সেল ফোন ও ট্যাবলেট কম্পিউটারের বিভিন্ন মডেলে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে। মডেলগুলো হলো পিক্সেল ৬, পিক্সেল ৬এ, পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো, পিক্সেল ৭এ, পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো, পিক্সেল ৮এ, পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল, পিক্সেল ৯ প্রো ফোল্ড, পিক্সেল ট্যাবলেট ও পিক্সেল ফোল্ড।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া