উইন্ডোজ ১১: রিস্টার্ট ও টাস্কবারের ত্রুটি সারাল মাইক্রোসফট
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের রিস্টার্ট ও টাস্কবারে থাকা ত্রুটি সমাধান করেছে মাইক্রোসফট। গত মাসে ‘কেবি৫০৩৯৩০২ প্রিভিউ’ সংস্করণ ইনস্টলের পর থেকেই কম্পিউটার রিস্টার্ট করতে না পারার পাশাপাশি টাস্কবার ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। বিষয়টি জানার পর দ্রুত নিরাপত্তা আপডেট উন্মুক্ত করেছে মাইক্রোসফট। সমস্যা সমাধানে ব্যবহারকারীদের দ্রুত নিরাপত্তা আপডেট ইনস্টলের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১১–এর ২৩এইচটু এবং ২২এইচটু সংস্করণ দুটিতে রিস্টার্ট ও টাস্কবারে ত্রুটি পাওয়া গেছে। তবে উইন্ডোজ হোম এডিশনে এ ত্রুটি পাওয়া যায়নি। কারণ এ সংস্করণে ভার্চুয়ালাইজেশন টুল কম ব্যবহৃত হয়। যেসব ব্যবহারকারী ক্লাউড পিসি, ডেভবক্স, অ্যাজুর ভার্চুয়াল ডেস্কটপের মতো ভার্চুয়ালাইজেশন সুবিধা ও ভার্চুয়াল মেশিন টুল ব্যবহার করেন, তাঁরা রিস্টার্ট ও টাস্কবারে থাকা ত্রুটির সম্মুখীন হয়েছেন।
উইন্ডোজ ১১–এর টাস্কবার ত্রুটি থাকায় কম্পিউটারে টাস্কবার খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে ব্যবহারকারীরা টাস্কবার ব্যবহার করতে পারছিলেন না। উইন্ডোজ এন সংস্করণের ব্যবহারকারীরা এ সমস্যার সম্মুখীন হয়েছেন বেশি। এ ছাড়া যেসব উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে মিডিয়া ফিচার বন্ধ ছিল, সেগুলোয়ও একই সমস্যা দেখা যায়।
মাইক্রোসফট জানিয়েছে, কেবি৫০৪০৪৪২ নিরাপত্তা আপডেটে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের রিস্টার্ট ও টাস্কবারের সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন সেবার মানোন্নয়নসহ আরও বেশ কিছু ত্রুটির সমাধান করা হয়েছে। ফলে ব্যবহারকারীদের দ্রুত সংস্করণটি ইনস্টল করতে হবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার