হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে চ্যাটবট, এআই দিয়ে স্টিকার ও ছবি তৈরি করা যাবে

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধাহোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদানের সময় চাইলেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার চ্যাটবট ব্যবহারসহ পছন্দমতো এআই স্টিকার ও ছবি তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে। শিগগিরই নতুন এসব সুবিধা যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।

হোয়াটসঅ্যাপের এক্স পেজে দেওয়া এক বার্তায় মেটা জানিয়েছে, নতুন এসব সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে স্টিকার তৈরি করতে পারবেন। চাইলে নিজের কল্পনা কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবিও তৈরি করা যাবে। এ ছাড়া ‘মেটা এআই’ নামের এআই চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভার্চ্যুয়াল সহকারীর মতো কাজ করবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ‘মেটা এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার চ্যাটবটটিতে ‘এললামা টু’ প্রযুক্তি সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য খুঁজে দিতে পারে। এর ফলে মানুষের সঙ্গে কথোপকথনের আদলেই চ্যাটবটটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীদের সব কথোপকথন এন্ড টু এন্ড এনক্রিপটেড আকারে আদান-প্রদান করা হবে, ফলে তথ্যগুলো অন্য কেউ জানতে পারবেন না।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে বার্তা, ছবি বা ভিডিও আদান প্রদানের সময় অনেকেই বিভিন্ন ধরনের স্টিকার ও ছবি ব্যবহার করেন। কিন্তু হোয়াটসঅ্যাপের তৈরি করা সব স্টিকার সবার পছন্দ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার স্টিকার তৈরির সুযোগ চালু হলে হোয়াটসঅ্যাপে নিজেদের পছন্দমতো স্টিকার তৈরি করা যাবে। এ জন্য বাড়তি কষ্টও করতে হবে না, বিষয়বস্তু লিখে দিলেই নতুন স্টিকার তৈরি হয়ে যাবে। এসব স্টিকার চাইলে হোয়াটসঅ্যাপ স্টোরিজ ও চ্যাটে ব্যবহার করা যাবে। একই ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ছবিও তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে। তবে এ সুবিধা ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস পরিবর্তন করতে হবে।
সূত্র: নিউজ ১৮

আরও পড়ুন