অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার
শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আইনটি পাস হলে দেশটিতে বসবাসকারী ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, প্রস্তাবিত আইনটি আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হবে। এই আইনের উদ্দেশ্য অস্ট্রেলিয়ার শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতি কমানো।
আইনটির প্রয়োজনীয়তা তুলে ধরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘এটি মা এবং বাবাদের জন্য... তারা, আমার মতো, অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি চাই অস্ট্রেলিয়ার পরিবারগুলো জানুক যে সরকার আপনার পেছনে রয়েছে।’ প্রস্তাবিত আইনে কোনো জরিমানার বিধান রাখা হয়নি। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে শিশু-কিশোরদের প্রবেশ রোধ করার জন্য যুক্তিসংগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞদের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যম শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এসব মাধ্যমে শিশু-কিশোরেরা বেআইনি কাজও করে। শিশুদের ক্ষতিকর বিষয়বস্তু, ভুল তথ্য, সহিংসতা আর সামাজিক সংকটের হাত থেকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন বলে মনে করেন অনেকেই।
এরই মধ্যে প্রস্তাবিত আইনের কঠোর সমালোচনা করেছে অস্ট্রেলিয়ায় শিশু অধিকার নিয়ে কাজ করা বৃহত্তম সংস্থা ‘দ্য অস্ট্রেলিয়ান চাইল রাইটস টাস্কফোর্স’। প্রস্তাবিত আইনটিকে ‘খুব ভোঁতা একটি যন্ত্র’ বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
সূত্র: বিবিসি