ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বাড়াতে নতুন সুবিধা

রয়টার্স

ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যাঁর ফলোয়ার বা অনুসারী যত বেশি, তাঁর পোস্ট তত বেশি মানুষের কাছে পৌঁছায়। ফলে অনুসারী বেশি থাকলে সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সব কনটেন্ট (আধেয়) সহজেই জনপ্রিয়তা পায়। কিন্তু নতুন অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভালো মানের কনটেন্ট তৈরি করলেও অনুসারী সংখ্যা কম থাকার কারণে সেগুলো বেশি মানুষ দেখতে না পাওয়ায় জনপ্রিয়তা পায় না। এ সমস্যা সমাধানে নতুন কনটেন্ট নির্মাতাদের অনুসারীর সংখ্যা বাড়াতে ক্রিয়েটর ল্যাব নামের প্ল্যাটফর্ম চালু করেছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের তথ্য মতে, ক্রিয়েটর ল্যাব প্ল্যাটফর্ম মূলত শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এখানে ইনস্টাগ্রামের অভিজ্ঞ কনটেন্ট নির্মাতারা ভালোমানের কনটেন্ট তৈরির বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। প্রাসঙ্গিক বিভিন্ন তথ্যও জানাবেন তারা। এর পাশাপাশি কনটেন্ট মনিটাইজেশনের পদ্ধতিসহ অনুসারী সংখ্যা বাড়ানোর কৌশল শেখা যাবে ক্রিয়েটর ল্যাবে। ফলে সহজেই অন্য ব্যবহারকারীদের আগ্রহ বুঝে ভালোমানের কনটেন্ট তৈরি করে প্রকাশ করতে পারবেন নতুন কনটেন্ট নির্মাতারা।

আরও পড়ুন

ক্রিয়েটর ল্যাবের মাধ্যমে ইনস্টাগ্রামের চালু করা নতুন টুল ও সুবিধা ব্যবহারের দিকনির্দেশনাও পাওয়া যাবে। প্রাথমিকভাবে ১৪ জন কনটেন্ট নির্মাতা ইংরেজি ও হিন্দি ভাষায় ক্রিয়েটর ল্যাবে শিক্ষামূলক উপকরণ সরবরাহ করবেন। পর্যায়ক্রমে কনটেন্ট নির্মাতাদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আরও বেশ কিছু ভাষার শিক্ষামূলক উপকরণ ক্রিয়েটর ল্যাবে যুক্ত করা হবে।

নির্মাতাদের মানসম্পন্ন কনটেন্ট তৈরি জন্য ২০১৯ সাল থেকে বিভিন্ন শিক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে আসছে ইনস্টাগ্রাম। এ জন্য বর্ন অন ইনস্টাগ্রাম নামের ওয়েবসাইটও চালু করেছে তারা। ক্রিয়েটর ল্যাব চালুর ফলে ব্যবহারকারীরা ওয়েবসাইটের পাশাপাশি সরাসরি ইনস্টাগ্রাম থেকেই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস