বিট–বাইট

পর্দা বড় করা যায় এই ল্যাপটপে

স্বচ্ছন্দে কাজ করার জন্য বড় পর্দার ল্যাপটপ কেনেন অনেকেই। কিন্তু বড় পর্দার ল্যাপটপ ব্যাগে নিয়ে চলাফেরা করা বেশ ঝামেলা। এ জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও বড় পর্দার ল্যাপটপ কেনা আর হয়ে ওঠে না। সমস্যার সমাধান দিতে স্বয়ংক্রিয়ভাবে পর্দা বড় করতে সক্ষম ল্যাপটপ তৈরি করেছে লেনোভো। ১২ দশমিক ৭ ইঞ্চি মনিটরের ল্যাপটপটিতে সুইচ চাপলেই পর্দার আকার ধীরে ধীরে ১৫ দশমিক ৩ ইঞ্চি পর্যন্ত বড় হয়। শুধু তা–ই নয়, কাজ শেষে পর্দার আকার ছোটও করা যায়। পর্দার আকার ছোট বড় করার জন্য সময়ও লাগে খুব কম, মাত্র ১০ সেকেন্ড। ফলে বড় পর্দায় কাজ করার পাশাপাশি স্বচ্ছন্দে ভিডিও দেখা সম্ভব। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন প্রযুক্তির ল্যাপটপটি নজর কেড়েছে প্রযুক্তিপ্রেমীদের। ল্যাপটপটির দাম বা কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি লেনোভো।

সূত্র: ডেইলি মেইল

হোয়াটসঅ্যাপের ‘কল লিংকস’ কম্পিউটারে

মুঠোফোনের পাশাপাশি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের ‘কল লিংকস’ সুবিধা। এরই মধ্যে উইন্ডোজ বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগে থেকেই অডিও বা ভিডিও কলের লিংক পাঠানোর সুযোগ পাবেন কম্পিউটার ব্যবহারকারীরা। এসব লিংকে ক্লিক করে সরাসরি অডিও বা ভিডিও কলে অংশ নিতে পারবেন আমন্ত্রিত ব্যক্তিরা।

উল্লেখ্য, বর্তমানে মুঠোফোনে হোয়াটসঅ্যাপের কল লিংকস-সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জনকে অডিও বা ভিডিও কলের লিংক পাঠানো যায়।

সূত্র: এনডিটিভি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ট্রাইপড

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীর চেহারা শনাক্ত করে নিজ থেকে দিক পরিবর্তন করতে পারে পিভো পড লাইট নামের একটি ট্রাইপড। ফলে ট্রাইপডের সঙ্গে যুক্ত মুঠোফোনে সহজেই সঠিক ফ্রেমের ছবি ধারণ করা যায়। পিভোর তৈরি ট্রাইপডটির দাম ৭০ ডলার।

সূত্র: ম্যাশেবল