স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামে টুইট পাঠাতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা

স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামে টুইট পাঠানো যাবে।টুইটার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম স্টোরিজে টুইট (টুইটারে দেওয়া বার্তা) বিনিময়ের সুযোগ চালু করেছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এ সুবিধা কাজে লাগিয়ে টুইটারে পোস্ট করা টুইট সহজেই স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম স্টোরিজে পাঠানো যাবে। ফলে টুইটার ব্যবহার না করা ব্যক্তিরাও বন্ধুদের টুইট দেখতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের জুনে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম স্টোরিজে টুইট বিনিময়ের সুযোগ চালু করে টুইটার।

আরও পড়ুন

টুইটার থেকে স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম স্টোরিজে টুইট বিনিময়ের জন্য বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। টুইট পোস্ট করার সময় ‘শেয়ার’ অপশন থেকে স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম নির্বাচন করতে হবে। তবে বিনিময় করা টুইটের নিচে থাকা কোনো মন্তব্য দেখতে পারবেন না স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

আরও পড়ুন

পেশাজীবীদের জন্য তৈরি সামাজিক যোগাযোগের সাইট লিংকডইনেও টুইট বিনিময়ের সুযোগ চালুর ঘোষণা দিয়েছে টুইটার। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।

আরও পড়ুন

সম্প্রতি ‘টুইটার সার্কেল’ নামের নতুন সুবিধা চালু করেছে টুইটার। এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরি করা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের পাশাপাশি কম্পিউটারেও এ সুবিধা ব্যবহার করা যায়।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন