আইওএস ১৮.২ হালনাগাদ নিয়ে অসন্তুষ্ট আইফোন ব্যবহারকারীরা, কেন
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএস ১৮.২ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। সংস্করণটিতে কাস্টম জেনমোজি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স এবং সিরিতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিললেও মেইল অ্যাপে আনা পরিবর্তনগুলো নিয়ে আইফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আইওএস ১৮.২ সংস্করণে মেইল অ্যাপের নকশা এবং কার্যকারিতায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ইনবক্সের শীর্ষে ‘সামারাইজ’ অপশন যুক্ত করার ফলে মেইল অ্যাপ ব্যবহারের পদ্ধতি আগের তুলনায় জটিল হয়ে গেছে। এর ফলে স্বচ্ছন্দে আগের মতো মেইল অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না।
খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) একজন ব্যবহারকারী লিখেছেন, আইওএস ১৮.২ সংস্করণে মেইল অ্যাপের নতুন নকশা বিরক্তিকর। এটি ব্যবহার করতে ইচ্ছা করছে না। আরেক ব্যবহারকারী লিখেছেন, মেইল অ্যাপে এমন সব সুবিধা যুক্ত করা হয়েছে, যা কেউ কখনো চায়নি। এসব সুবিধা ইনবক্সকে প্রায় ব্যবহারের অযোগ্য করে তুলেছে।
প্রসঙ্গত, আইওএস ১৮.২ সংস্করণে মেইল অ্যাপে ‘প্রায়োরিটি মেসেজেস’ সুবিধাসহ ‘সামারাইজ’ অপশন যুক্ত করা হয়েছে। প্রাসঙ্গিক বিষয়বস্তু সংক্ষেপে দেখার সুযোগ দিতে চালু করা সামারাইজ অপশনে অন্যদের পাঠানো ই-মেইলগুলো প্রাইমারি, ট্রানজেকশন, আপডেটস ও প্রমোশনস নামে দেখা যায়। ডিফল্টভাবে শুধু ‘প্রাইমারি’ ক্যাটাগরির ই-মেইলগুলো তালিকায় দেখানো হয় এবং আনরিড মেইল লাল বিন্দু দিয়ে চিহ্নিত করা থাকে। এর ফলে সহজে নতুন ই–মেইল খুঁজে পাচ্ছেন না অনেক আইফোন ব্যবহারকারী।
সূত্র: ডেইলি মেইল