রোবট চিত্রশিল্পীর আঁকা ছবি উঠছে নিলামে, দাম কত

নিজের আঁকা ছবির সামনে ‘আই-দা’ রোবটসোথবিস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নিজ থেকে ছবি আঁকতে পারে ‘আই-দা’ রোবট। নারীর আদলে তৈরি রোবটটি এরই মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে পরিচিত যুক্তরাজ্যের গণিতজ্ঞ অ্যালেন টুরিংয়ের বিশাল ছবি এঁকেছে। ‘এডটআইডটগডডট পোর্ট্রেট অব অ্যালেন টুরিং (২০২৪)’ শীর্ষক এই ছবি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের নিলাম প্রতিষ্ঠান সোথবিস। নিলামে রোবটটির আঁকা ছবিটি ১ কোটি ৪৪ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২ কোটি ১৬ লাখ টাকায় বা ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে ( প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে) বিক্রি হতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।  

‘আই-দা’রোবটের আঁকা ছবি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা রোবটটির মান উন্নয়নে খরচ করা হবে। ছবি আঁকার জন্য বিশেষ অ্যালগরিদমযুক্ত রোবটটির চোখে বসানো রয়েছে ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই মানুষের মতো চারপাশের দৃশ্য দেখার পাশাপাশি ছবি আঁকে রোবটটি। শুধু তা–ই নয়, ছবি আঁকার জন্য প্রয়োজনীয় রং রোবটটি নিজেই মেশাতে পারে।

২০১৯ সালে যুক্তরাজ্যে তৈরি আই-দা রোবটের আঁকা ছবি এ বছরের শুরুর দিকে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত জাতিসংঘের একটি বৈশ্বিক সম্মেলনে প্রদর্শন করা হয়েছিল। শুধু তা–ই নয়, দুই বছর আগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে বক্তৃতাও করেছে এই রোবট। সেই সময় রোবটটি নিজের সম্পর্কে বলে, ‘আমার বিষয়গত অভিজ্ঞতা নেই, আমি কম্পিউটার প্রোগ্রামের ওপর নির্ভরশীল। যদিও আমি জীবিত নই, তবু আমি শিল্প তৈরি করতে পারি।’

সূত্র: সিএনএন