অনলাইন ক্লাস বা বৈঠকের সময় বক্তার কথা ভালোভাবে শোনার জন্য অন্য সদস্যরা নিজেদের মাইক্রোফোন বন্ধ (মিউট) রাখেন। কিন্তু অনেক সময় বক্তব্য চলাকালে অন্য সদস্যদের কথা বলতে হতে পারে। এ জন্য বারবার মাইক্রোফোন চালু বা বন্ধ করতে ভুলে যান অনেকেই। সমস্যার সমাধান দিতে মাইক্রোফোন দ্রুত বন্ধ বা চালুর সুবিধা চালু হচ্ছে গুগল মিটে।
নতুন এ সুবিধা চালু হলে কি-বোর্ডের স্পেসবার চেপে ধরলেই বন্ধ থাকা মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। স্পেসবার থেকে হাত সরিয়ে নিলে মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে।
প্রাথমিকভাবে গুগল মিটের ডেস্কটপ সংস্করণে এ সুবিধা ব্যবহার করা যাবে। শিগগিরই নতুন এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গুগল।
উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন ব্রাইজারের টুল ব্যবহার করে কি-বোর্ড থেকে গুগল মিটের মাইক্রোফোন নিয়ন্ত্রণ করা যায়। নতুন এ সুবিধা চালু হলে সরাসরিই এ কাজটা করা যাবে।
সম্প্রতি গুগল মিটে ‘লাইভ স্ট্রিম’ সুবিধা চালু করেছে গুগল। এ সুবিধা কাজে লাগিয়ে গুগল মিটে করা বৈঠকের ভিডিও সরাসরি সরাসরি নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে দেখানো যায়। এরই মধ্যে কয়েকটি দেশের গুগল ওয়ার্কস স্পেস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন।
সূত্র: দ্য ভার্জ