স্মার্টফোনের ফাইল কম্পিউটার থেকে ব্যবহারের নতুন সুবিধা আসছে

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ফাইল এক্সপ্লোরার অ্যাপে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফটমাইক্রোসফট

কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের ফাইল দ্রুত ব্যবহারের সুযোগ দিতে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ফাইল এক্সপ্লোরার অ্যাপে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন এ সুবিধা চালু হলে তারের সংযোগ ছাড়াই কম্পিউটারের পর্দায় নির্দিষ্ট স্মার্টফোনের সব ফাইল খুঁজে পাওয়া যাবে। শুধু তাই নয়, স্মার্টফোন থেকে প্রয়োজনীয় ফাইল কপি করে কম্পিউটারে সম্পাদনাও করা যাবে। বর্তমানে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহার করতে পারছেন।

মাইক্রোসফটের তথ্যমতে, এ সুবিধা চালু হলে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে প্রবেশের জন্য কোনো ইউএসবি কেবলের প্রয়োজন হবে না। তারহীন বা ওয়্যারলেস প্রযুক্তিনির্ভর এ সুবিধায় কম্পিউটারে উইন্ডোজ এক্সপ্লোরার অ্যাপের বাঁ দিকে ফোনের বিভিন্ন ফাইল দেখা যাবে। ফলে সহজেই উইন্ডোজ এক্সপ্লোরার থেকে ফোনে প্রবেশ করে যেকোনো ফাইল কপি করে কম্পিউটারে নেওয়া যাবে।
নতুন এ সুবিধায় উইন্ডোজ কম্পিউটারে তারের সংযোগ ছাড়া স্মার্টফোনের ফাইল দেখার পাশাপাশি চাইলে কম্পিউটার থেকে ফাইল ফোনে পাঠানোও যাবে। এমনকি ফোনে থাকা ফাইলের নাম পরিবর্তন করার পাশাপাশি সেগুলো মুছেও ফেলা যাবে। সুবিধাটি বিদ্যমান ফোন লিঙ্ক অ্যাপের তুলনায় দ্রুতগতিতে কাজ করায় ব্যবহারকারীরা সহজেই কম্পিউটার থেকে নিজেদের ফোনের সব ফাইল দ্রুত ব্যবহার করতে পারবেন।
পরীক্ষামূলকভাবে সুবিধাটি ব্যবহারের জন্য ফোনে লিঙ্ক টু উইন্ডোজ অ্যাপের বেটা সংস্করণ ইনস্টল করা থাকতে হবে। এরপর উইন্ডোজ ১১ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করে ‘অ্যালাউ ইউর পিসি টু কানেক্ট ইউর অ্যান্ড্রয়েড ফোন’ সুবিধা চালু করতে হবে। কবে নাগাদ এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি মাইক্রোসফট।
সূত্র: সূত্র: দ্য ভার্জ