‘পিডিএ’ শব্দটি প্রথম শোনা গেল

ঠিকানা, ফোন নম্বর, কাজের সময়সূচিসহ নানা তথ্য সংরক্ষণ করতে হাতে বহনযোগ্য অ্যাপল নিউটন যন্ত্রকে ‘পারসোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ’ হিসেবে অভিহিত করা হয়।

স্টিভ জবস ও জন স্কালি (ডানে)সংগৃহীত

৭ জানুয়ারি ১৯৯২
‘পিডিএ’ শব্দের প্রথম প্রয়োগ
ঠিকানা, ফোন নম্বর, কাজের সময়সূচিসহ নানা তথ্য সংরক্ষণ করতে হাতে বহনযোগ্য অ্যাপল নিউটন যন্ত্র তৈরি করে অ্যাপল ইনকরপোরেটেড। ১৯৯২ সালের ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএসে) অ্যাপল নিউটন যন্ত্রের বর্ণনা দিতে গিয়ে একে ‘পারসোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ’ হিসেবে অভিহিত করেন অ্যাপলের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন স্কালি। পিডিএ শব্দ সেই প্রথম ব্যবহৃত হয়। জন স্কালি অ্যাপলের আগে পেসিকোর প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৭ সালে সিলিকন ভ্যালির সর্বোচ্চ বেতনের সিইওর স্বীকৃতি পান স্কালি।

অ্যাপল নিউটনকে (বাঁয়ে) পিডিএ হিসেবে অভিহিত করা হয়
উইকিমিডিয়া

অ্যাপল নিউটন ছিল প্রথম যন্ত্র, যেটি হাতের লেখা শনাক্ত করতে পারত। দাম বেশি হওয়ায় নিউটন খুব একটা জনপ্রিয়তা পায়নি। ১৯৯৮ সালে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও িইও স্টিভ জবস এই যন্ত্রের উৎপাদন বন্ধ ঘোষণা করেন।

স্কেচপ্যাড প্রোগ্রাম ব্যবহার করে মনিটরে পেন দিয়ে আঁকা হচ্ছে
উইকিমিডিয়া

৭ জানুয়ারি ১৯৬৩
ইভান সাদারল্যান্ড দেখালেন স্কেচপ্যাড
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ছাত্র ইভান সাদারল্যান্ড তাঁর পিএইচডির অভিসন্দর্ভ (থিসিস) হিসেবে স্কেচপ্যাড প্রোগ্রাম তৈরি করেন এবং জমা দেন। টিএক্স-০ কম্পিউটারের জন্য এটি ছিল প্রথম দিকের একটি প্রোগ্রাম। সাদারল্যান্ডের স্কেচপ্যাড কম্পিউটার পর্দায় সরাসরি কোনো কাজ করার সুযোগ দেয়। ব্যবহারকারী হালকা কলম দিয়ে কম্পিউটারের পর্দায় লেখা বা ছবি আঁকার সুযোগ পান। সাদারল্যান্ডের থিসিস পরবর্তী সময়ে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ভিত রচনা করে দেয়।

স্কেচপ্যাড নিয়ে কাজ করছেন ইভান সাদারল্যান্ড
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি