কম্পিউটারেও ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েডের নিয়ারবাই শেয়ার সুবিধা
নিয়ারবাই শেয়ার সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েডচালিত ফোন, ট্যাবলেট কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রের মধ্যে সহজে ফাইল আদান-প্রদান করা যায়। এবার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকেও অ্যান্ড্রয়েডচালিত ফোন, ট্যাবলেট কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা করা যাবে। নতুন এ সুবিধা দিতে উইন্ডোজের জন্য পরীক্ষামূলকভাবে নিয়ারবাই শেয়ার অ্যাপ উন্মুক্ত করেছে গুগল।
গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ডটকম ওয়েবসাইট থেকে অ্যাপটি নামিয়ে উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সব অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ব্যবহার করা যাবে। অ্যাপটি ব্যবহারের জন্য অবশ্যই ফাইল আদান-প্রদানের সঙ্গে যুক্ত ফোন ও কম্পিউটারে ওয়াই–ফাই ও ব্লু-টুথ অপশন চালু রাখতে হবে। এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৬ ফুট দূরে থাকা ফোন বা কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা যাবে।
উইন্ডোজে নিয়ারবাই শেয়ার সুবিধা কাজে লাগিয়ে ফাইলের পাশাপাশি ছবি, অডিও, ভিডিওর পাশাপাশি চাইলে পুরো ফোল্ডারও আদান-প্রদান করা যাবে। ফলে ব্যবহারকারীরা দরকারি তথ্যগুলো সহজেই এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নিয়ে কাজ করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এ সুবিধা পাবেন।
সূত্র: নাইনটুফাইভগুগলডটকম