ইনস্টাগ্রাম লাইভে আত্মহত্যার চেষ্টা, জীবন বাঁচাল মেটা

ইনস্টাগ্রামপেক্সেলস

ভারতের উত্তর প্রদেশের ২৩ বছর বয়সী তরুণ অভয় শুক্লা। চাকরি ছেড়ে নতুন কিছু করার স্বপ্নে হয়ে যান উদ্যোক্তা। শুরু করেন ব্যবসা। কিন্তু নানা জটিলতায় সফল হওয়ার বদলে আর্থিক ক্ষতির মুখে পড়েন এ তরুণ। চরম হতাশা আর মানসিক চাপে আত্মহত্যার সিদ্ধান্ত নেন অভয় শুক্লা। গত মঙ্গলবার রাতে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের লাইভে এসে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। শুক্লার লাইভ ভিডিওটি নজর এড়ায়নি ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার। ভিডিওটি পর্যালোচনা করে প্রতিষ্ঠানটি বুঝতে পারে, আত্মহত্যার চেষ্টা করছেন শুক্লা। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কবার্তা পাঠায় মেটা।

আরও পড়ুন

মেটার সতর্কবার্তায় শুক্লার মুঠোফোন নম্বর ও অবস্থানের তথ্য থাকায় দ্রুত গাজিয়াবাদ শহরের বিজয় নগরে শুক্লার বাসায় পৌঁছে যায় উত্তর প্রদেশের পুলিশ। শুক্লাকে উদ্ধারের পর ছয় ঘণ্টা ধরে কাউন্সেলিং করা হয়। এরপর তাঁকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বছরের মার্চে মেটার সঙ্গে একটি চুক্তি করে উত্তর প্রদেশ পুলিশ। এ চুক্তির আওতায় উত্তর প্রদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি ফেসবুক বা ইনস্টাগ্রাম লাইভে আত্মহত্যার চেষ্টা করলে তা স্থানীয় পুলিশকে অবহিত করে মেটা।
সূত্র: ইন্ডিয়া টাইমস

আরও পড়ুন