আইওএসের নতুন হালনাগাদ কি হ্যাকারদের ঠেকাতে পারবে
আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন কোনো হালনাগাদ সাধারণত নতুন সুবিধার পাশাপাশি নতুন নিরাপত্তা সুবিধাও যোগ করে থাকে। এবারও ব্যতিক্রম নয়। নতুন আইওএস-১৭.২ হালনাগাদ আইফোন ব্যবহারকারীদের ‘ফ্লিপার জিরো’–এর আক্রমণ থেকে রক্ষা করছে। ‘ফ্লিপার জিরো’ দিয়ে যে আইফোনকে অকেজো করার অভিযোগ উঠেছিল, তা এখন আর কাজ করছে না।
‘ফ্লিপার জিরো’ হলো একটি জনপ্রিয় হ্যাক করার যন্ত্র, যা দেখতে অনেকটা শিশুদের গেম খেলার যন্ত্রের মতো। সাধারণ প্লাস্টিকের তৈরি এই যন্ত্র দিয়ে সিগন্যাল জ্যামিং ও ডিডসের মতো আক্রমণ চালানো সম্ভব, যা কোনো যন্ত্রকে সাময়িক অকেজো করে দিতে পারে।
সম্প্রতি আইওএস-১৭ হালনাগাদের পর থেকে ফ্লিপার জিরো দিয়ে আইফোন অকেজো করার অভিযোগ উঠেছিল। ফ্লিপার জিরো ব্যবহার করে তারহীন ব্লু-টুথের মাধ্যমে আইফোনে ‘পপআপ’ পাঠাচ্ছিল একদল হ্যাকার। ফলে অনেকের আইফোন সাময়িক সময়ের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছিল। এই আক্রমণ থেকে বাঁচতে আইফোনের ব্লু-টুথ সব সময় বন্ধ করে রাখতে হতো।
তবে সম্প্রতি ফ্লিপার জিরোর আক্রমণ আর কাজ করছে না, নিশ্চিত করেছে একদল ব্যবহারকারী। পরীক্ষা করে দেখা গেছে, ফ্লিপার জিরো থেকে আইফোনে পপআপ আসছে ঠিকই কিন্তু আইফোনের কোনো ক্ষতি হচ্ছে না।
আইফোনের নতুন আইওএস-১৭.২ হালনাগাদের পর থেকেই এমনটি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে অ্যাপল থেকে এখনো কিছু জানানো হয়নি, তবে যাঁরা আইফোনকে হালনাগাদ করেননি, তাঁদের উচিত দ্রুত হালনাগাদ করে ফেলা।
সূত্র: দ্য ভার্জ