টুইটারের ডিরেক্ট মেসেজে যুক্ত হচ্ছে রিপ্লাই সুবিধা
সরাসরি বা ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো বার্তার উত্তর আলাদাভাবে দেওয়ার সুযোগ চালু করছে টুইটার। শুধু তা–ই নয়, ডিরেক্ট মেসেজের মাধ্যমে আদান-প্রদান করা বার্তার নিরাপত্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাও চালু হচ্ছে খুদে ব্লগ লেখার সাইটটিতে।
এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো বার্তার উত্তর আলাদাভাবে দেওয়ার পাশাপাশি ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া দেখানোর সুযোগ চালুর জন্য কাজ করছে টুইটার। শুধু তা-ই নয়, এনক্রিপশন সুবিধা চালুর জন্যও কাজ চলছে। আগামী মাসে এসব সুবিধা চালু হতে পারে।
মাস্কের এ বার্তার পরপরই টুইটার ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, নতুন এ হালনাগাদের ফলে টুইটারে আরও সহজে বার্তা বিনিময় করা যাবে। বিশেষ করে ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানোর বিষয়টি খুবই ভালো। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, চমৎকার। বার্তা আদান-প্রদানের সময় এনক্রিপশন সুবিধা খুবই প্রয়োজন।
উল্লেখ্য, ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গত বছরের নভেম্বর মাস থেকেই গোপনে কাজ করছে টুইটার। এ সুবিধা চালু হলে প্রেরকের পাঠানো টুইটে বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠানো হবে। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডযুক্ত বার্তাকে সাধারণ বার্তায় পরিণত করা হবে। এতে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারবেন না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া