ইন্টারনেটের গতি কম থাকলে আর ব্যবহার করা যাবে না জিমেইল

জিমেইলআনস্প্ল্যাশ

ইন্টারনেটের গতি কম থাকলে বা মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলে জিমেইলের এইচটিএমএল সংস্করণ ব্যবহার করেন অনেকে। এতে ই–মেইল আদান–প্রদান করা গেলেও জিমেইলের অনেক সুবিধা পাওয়া যায় না। আর তাই জিমেইলের এইচটিএমএল ভিউ সুবিধা আগামী বছরের জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এর ফলে ইন্টারনেটের গতি কম থাকলে আর ব্যবহার করা যাবে না জিমেইল।

গুগল জানিয়েছে, ১০ বছর আগে বেসিক এইচটিএমএল ভিউর পরিবর্তে জিমেইলের আধুনিক স্ট্যান্ডার্ড ভিউ সুবিধা চালু করা হয়েছে। এরপর ব্যবহারকারীদের জন্য জিমেইলে নতুন অনেক সুবিধা যুক্ত করা হলেও এইচটিএমএল সংস্করণে সুবিধাগুলো ব্যবহার করা যায় না। আর তাই জিমেইলের মোবাইল ও ডেস্কটপ সংস্করণে থাকা এইচটিএমএল ভিউ সুবিধা ২০২৪ সালের জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন

জিমেইলে ‘সেট বেসিক এইচটিএমএল অ্যাজ ডিফল্ট ভিউ’ অপশন ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে গুগল। এইচটিএমএল ভিউ ব্যবহারকারীদের স্ট্যান্ডার্ড ভিউ অপশন ব্যবহারের সুযোগ দিতে শিগগিরই নতুন দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে গুগল।

উল্লেখ্য, এইচটিএমএল ভিউ–এ জিমেইলের চ্যাট, স্পেল চেকার, ফিল্টারস, ফরম্যাটিংসহ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কোনো সুবিধা ব্যবহার করা যায় না।
সূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন