নিজেদের ‘রিলস’ সুবিধাকে জনপ্রিয় করতে স্মার্টফোনের পর্দাজুড়ে উলম্ব বা ভার্টিক্যাল ছবি দেখানোর সুযোগ চালু করছে ইনস্টাগ্রাম। নতুন এ উদ্যোগের আওতায় বর্তমানে ব্যবহৃত ৪: ৫ অনুপাতের ছবির বদলে ৯: ১৬ অনুপাতের ছবি দেখা যাবে। ফলে উলম্ব ছবির পুরো অংশই দেখার সুযোগ মিলবে। এ জন্য শিগগিরই ছবির নতুন ফরম্যাট চালু করবে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যমটি।
ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি জানিয়েছেন, উলম্ব ভিডিও দেখা গেলেও ছবি দেখা যায় না ইনস্টাগ্রামে। আর তাই ব্যবহারকারীদের পুরো পর্দায় উলম্ব ছবি দেখার সুযোগ দিতে কাজ করছে ইনস্টাগ্রাম। কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধা পরীক্ষা করা হবে।
ছবি দিয়ে রিমিক্স ভিডিও তৈরির সুযোগ দিতে সম্প্রতি ‘রিমিক্স ফটোস’ নামের নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীরা নিজেদের পোস্ট করা একাধিক ছবি দিয়ে সহজেই রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন। শুধু তা-ই নয়, রিমিক্স ভিডিওগুলো সরাসরি রিলসে প্রচারও করা যাবে। স্মার্টফোনের পুরোজুড়ে উলম্ব বা ভার্টিক্যাল ছবি দেখানোর সুযোগ চালু হলে সহজেই ছবি দিয়ে রিলস ভিডিও তৈরি করা যাবে।
সম্প্রতি টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের রিলসে ভিডিও তৈরির সময় বাড়িয়েছে ইনস্টাগ্রাম। বর্তমানে ইনস্টাগ্রামের রিলসের মাধ্যমে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। শুধু তা-ই নয়, রিলসে পছন্দের অডিও ফাইল ব্যবহার করা সম্ভব।
সূত্র: দ্য ভার্জ, বিজিআরডটকম