এক্সে অ্যাকাউন্ট ব্লক হলেও যে সুবিধা পাওয়া যাবে

ব্লক অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় পরিবর্তন আনছে এক্সরয়টার্স

নীতিমালা না মানলে নির্দিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্লক করে দেয় ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। এর ফলে ব্লক করা অ্যাকাউন্টের ব্যক্তিকে বার্তা পাঠানো যায় না, তাঁর দেওয়া পোস্টও দেখা যায় না। তবে শিগগিরই ‘ব্লক’ অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে এক বার্তায় জানিয়েছে এক্স।

এক্সে দেওয়া এক পোস্টে এক্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, খুব শিগগিরই ব্লক অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। ব্লক করা অ্যাকাউন্টের পোস্টগুলো যদি পাবলিক করা থাকে, তবে অন্য ব্যক্তিরা সেই অ্যাকাউন্টের পোস্ট দেখতে পারবেন। তবে সেসব পোস্টে প্রতিক্রিয়া জানানো যাবে না। এমনকি রিপোস্ট বা রিপ্লাই দেওয়ার সুযোগও মিলবে না।

আরও পড়ুন

গত মাসে অ্যাপ গবেষক নিমা ওউজি এক্সে দেওয়া বার্তায় ব্লক সুবিধায় পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছিলেন। বর্তমানে এক্সে কোনো অ্যাকাউন্ট ব্লক করা হলে সেই অ্যাকাউন্ট ব্যবহারকারীকে বার্তা পাঠানো যায় না। এমনকি তাঁর প্রকাশ করা পোস্টও দেখা যায় না। নতুন এ সুবিধা চালু হলে ব্লক করা অ্যাকাউন্টের পাবলিক পোস্ট দেখা গেলেও বার্তা পাঠানো যাবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া