টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললে বিপদ হতে পারে

মুছে ফেলা না, প্রয়োজন হলে টুইটারে নিজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে রাখতে পারেনরয়টার্স

টুইটারের নতুন মালিক ইলন মাস্কের হঠকারী বিভিন্ন সিদ্ধান্তে বিরক্ত হয়ে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলছেন অনেকেই। এরই মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলা ব্যক্তিদের করা ‘রিপ টুইটার’ বা শান্তিতে থাকুক টুইটার শীর্ষক হ্যাশট্যাগে ভরে গেছে খুদে ব্লগ লেখার সাইটটি। তবে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললে বিপদ হতে পারে বলে সতর্ক করেছেন একদল নিরাপত্তা বিশেষজ্ঞ।

আরও পড়ুন

টুইটারের নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি অ্যাকাউন্ট মুছে ফেললেই সেই অ্যাকাউন্টের ইউজার নেম অন্য যেকোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। এ সুযোগ কাজে লাগিয়ে মুছে ফেলা অ্যাকাউন্টের নাম ব্যবহার করে ভুল তথ্য প্রচারের পাশাপাশি প্রতারণাও করতে পারে সাইবার অপরাধীরা। মুছে ফেলা অ্যাকাউন্টের অনুসারীরাও নাম দেখে বিভ্রান্ত হয়ে নতুন অ্যাকাউন্ট অনুসরণ করবে। ফলে অ্যাকাউন্ট মুছে ফেলার পর সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবহারকারীদের।

সমস্যা সমাধানে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার বদলে সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

উল্লেখ্য, টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার পর অনেকেই সামাজিক যোগাযোগের সাইট মাস্টোডোনে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রভি‌ত্তিক এ সাইটের কাজের ধরন এবং ইউজার ইন্টারফেস অনেকটা টুইটারে মতো। ফলে মাত্র এক মাসের মধ্যেই কয়েক লাখ নতুন ব্যবহারকারী বেড়েছে মাস্টোডোনের।
সূত্র: ফোর্বস