অ্যাপলের নেতৃত্বে কত দিন থাকবেন জানালেন টিম কুক

অ্যাপলের নেতৃত্বে কত দিন থাকবেন জানালেন টিম কুক

অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পর ২০১১ সাল থেকে অ্যাপলকে বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন টিম কুক। অ্যাপলে টিম কুকের উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে প্রযুক্তিবিশ্বে কয়েক বছর ধরেই বেশ গুঞ্জন রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে নিজের সম্ভাব্য দায়িত্ব পালনের মেয়াদ সম্পর্কে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে টিম কুক জানান, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অ্যাপলের সঙ্গে গভীর সংযোগ তৈরি হয়েছে। আর তাই যতক্ষণ অ্যাপল থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি অনুভব করছেন না ততক্ষণ পর্যন্ত নেতৃত্ব দেওয়ার ইচ্ছা রয়েছে তার। বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, ‘অ্যাপল ছাড়া আমার জীবন কল্পনা করা কঠিন। আমার জীবন ১৯৯৮ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমি নেতৃত্ব ততক্ষণ দেব, যতক্ষণ না আমার মাথায় আসবে, এখন সময় এসেছে।’

অ্যাপলের পাশাপাশি কর্মীদের নিয়ে বেশ আশাবাদী টিম কুক। আর তাই কর্মীদের মধ্য থেকেই পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিতে চান তিনি। আর তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে টিম কুকের উত্তরাধিকারী হিসেবে জন টার্নাসের নাম শোনা যাচ্ছে। তিনি অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানদের একজন। তাঁর বয়স ৪৯ বছর। বয়স কম বলে তাঁকে পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে বিশেষভাবে বিবেচনা করা হতে পারে। টিম কুকের বেশ ঘনিষ্ঠ হিসেবেও বেশ পরিচিত তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া