হোয়াটসঅ্যাপের পোল–সুবিধা ব্যবহার করবেন যেভাবে
বার্তা আদান-প্রদান, অডিও–ভিডিও কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপের পোল–সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বিষয়ে পরিচিত ব্যক্তিদের মতামত নেওয়া যায়। সহজে অন্যদের মতামত জানার সুযোগ থাকায় অনেকেই বিভিন্ন কাজ করার আগে পোল–সুবিধার মাধ্যমে পরিচিত ব্যক্তিদের পরামর্শ নিয়ে থাকেন। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও নতুন পণ্যের চাহিদা সম্পর্কে জানতে পোল–সুবিধা ব্যবহার করে। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে পোল–সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
পোল–সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করে প্রথমেই প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটবক্সে ক্লিক করতে হবে। এরপর নিচের ডান দিকে থাকা পেপারক্লিপ আইকনে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ‘পোল’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠার প্রশ্নের ঘরে ‘প্রশ্ন’ এবং অপশনের ঘরে এক বা একাধিক ‘উত্তর’ লিখতে হবে। নির্দিষ্ট অপশনের বাইরে মতামত দেওয়ার জন্য ‘অ্যালাউ মাল্টিপল অ্যানসারস’ অপশনের পাশে থাকা টগলটি চালু করতে হবে। এবার নিচে থাকা সেন্ড আইকনে ট্যাপ করলেই পোল অপশন চালু হয়ে যাবে। পোলের ফলাফল ‘ভিউ ভোটস’ অপশনে ট্যাপ করে জানা যাবে।