অদ্ভুত কারণে মেটাতে কর্মী ছাঁটাই

লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের বেশ কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করেছে মেটারয়টার্স

সাধারণত আর্থিক সমস্যা বা কর্মীদের অযোগ্যতা বা অসদাচরণের কারণে কর্মী ছাঁটাই করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে এবার অদ্ভুত এক কারণে বেশ কয়েকজন কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে। জানা গেছে, কর্মীদের খাবার কেনার জন্য বিশেষ ভাতা দিয়ে থাকে মেটা। কিন্তু সেই ভাতার অর্থ দিয়ে ক্যানটিন থেকে খাবার না কিনে ব্যক্তিগত বিভিন্ন পণ্য কেনেন মেটার লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের বেশ কয়েকজন কর্মী। আর এ কারণে তাঁদের চাকরিচ্যুত করেছে মেটা।

জানা গেছে, মেটার বেশ কয়েকটি কার্যালয়ের কর্মীরা সকালের নাশতার জন্য ২০ ডলার আর দুপুর ও রাতের খাবারের জন্য ২৫ ডলার করে ভাতা পান। কিন্তু এই ভাতা দিয়ে খাবার না কেনার বিষয়টি পরে জানতে পারে মেটা। তবে এ কারণে কতজন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানা যায়নি।

বিশেষ ভাতার অর্থ অন্য কাছে খরচের কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ অস্বীকার করে মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন এক বিবৃতিতে জানিয়েছেন, দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য ও অবস্থানের জন্য মেটার কয়েকটি দলে পরিবর্তন আনা হয়েছে। কিছু দলের সদস্যকে অন্য দলে বদলি করা হয়েছে। অনেককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: এবিসি নিউজ