২৭ ও ২৮ জুলাই বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪

সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ স্টার্টআপ সামিটের উদ্বোধন। আজ ঢাকায় বিসিসি মিলনায়তনেছবি: স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড

দেশের উদ্ভাবনী নতুন উদ্যোগগুলো নিয়ে অনুষ্ঠেয়ে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আজ রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ আয়োজনের উদ্বোধন করেন। ২৭ ও ২৮ জুলাই বাংলাদেশ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে। ‘স্মার্ট বাংলাদেশ: অশেষ সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জুনাইদ আহ্‌মেদ বলেন, বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪ আমাদের উদ্ভাবনী ইকোসিস্টেমের বৈশ্বিক সম্ভাবনার একটি অনন্য সাক্ষ্য হবে। উদ্ভাবক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একত্র করে, ক্রমবর্ধমান স্টার্টআপ অঙ্গনে বাংলাদেশ নিজের অগ্রণী অবস্থান নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। তিনি বলেন, দুই দিনের এই সামিটের অভিজ্ঞতা থেকে উদ্ভাবনী উদ্যোগের কলেবর  বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের সম্ভাবনা বাড়িয়ে দেবে।

সংবাদ সম্মেলনে সামিটটির আয়োজন অংশীদার উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান, যোগাযোগ অংশীদার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম ও ব্যবস্থাপনা অংশীদার তাসনুভা আহমেদ, পৃষ্ঠপোষক এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার সোনিয়া বশির কবির, এক্সেলারেট হারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনজারিন মাহবুব, আমি প্রবাসী লিমিটেডের সিইও ও সহপ্রতিষ্ঠাতা নামির আহমেদ, নেক্সট ভেঞ্চারসের সিইও সৈয়দ আবদুল্লাহ জায়েদসহ অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ দেশের বাইরে থেকে ব্যবসায় ও স্টার্টআপ জগতের বিনিয়োগকারী ও বিনিয়োগ সংগঠনের প্রতিনিধিরা এই সামিটে অংশ নিতে আসবেন। বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩–এর সাফল্যের ধারাবাহিকতায় এই বছরের আয়োজনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিশেষ সাড়া পেয়েছে। সামিটে ৫৫টির বেশি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থার পাশাপাশি, বেশ কিছু অ্যাঞ্জেল বিনিয়োগকারী, স্টার্টআপ উৎসাহী ও আন্তর্জাতিক স্টার্টআপ অংশ নেবে।

বাংলাদেশ স্টার্টআপ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি এআই, স্টার্টআপ শিক্ষা, আর্ট অব ফান্ডরাইজিং, আর্থিক প্রযুক্তি (ফিনটেক), জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিনিয়োগের প্রভাব, লজিস্টিকস, ই-কমার্স, তৈরি পোশাকশিল্পের প্রদর্শন, খাদ্য ও কৃষি প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন অধিবেশনের অয়োজন থাকবে। অংশগ্রহণকারীদের জন্য দিনব্যাপী শোকেস, প্রশিক্ষণ অধিবেশন, নীতি আলোচনা ও যোগাযোগের সুযোগ থাকবে।

বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪ আয়োজনে বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সিগনেচার স্পন্সর হিসেবে আছে ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস। এ ছাড়া যোগাযোগ অংশীদার হিসেবে মাইন্ডশেয়ার, আয়োজন অংশীদার উইন্ডমিল, ইকোসিস্টেম অংশীদার ইয়ুথ কো ল্যাব, আতিথেয়তা অংশীদার ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা, জ্ঞান অংশীদার লাইটক্যাসেল ও নিবন্ধন অংশীদার হিসেবে সহজ এ আয়োজনে যুক্ত রয়েছে।

বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানা ও নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইট (https://www.startupsummit.gov.bd) থেকে।