ছবিতে সিইএস মেলা

কনজ্যুমার ইলেকট্রনিক শোতে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছে বিভিন্ন দেশের প্রযুক্তিপ্রতিষ্ঠানএএফপি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। গত মঙ্গলবার শুরু হওয়া এ মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিনের এ মেলায় নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছে বিভিন্ন দেশের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো। একনজরে দেখে নেওয়া যাক মেলায় আসা উদ্ভাবনী পণ্যগুলো—

স্মার্ট আয়না
এএফপি

ছবি ১: কাজে ব্যস্ত থাকার কারণে নিয়মিত রক্তচাপ মাপতে পারেন না অনেকেই। তবে চিন্তার কিছু নেই, ওমনিয়ার তৈরি স্মার্ট আয়নার সামনে দাঁড়ালেই পর্দায় শরীরের রক্তচাপের বিস্তারিত তথ্য দেখা যাবে।

ক্লিকস কি-বোর্ড কেস
এএফপি

ছবি ২: আইফোনের স্পর্শনির্ভর পর্দায় আকারে বড় লেখা লিখতে সমস্যা হয় অনেকের। এ সমস্যার সমাধান দেবে ক্লিকস কি-বোর্ড কেস। কেসটিতে যেকোনো মডেলের আইফোন প্রবেশ করিয়ে সহজেই বাটনযুক্ত আলাদা কি-বোর্ড ব্যবহারের সুযোগ মিলবে।

অ্যামাজন ইকো ফ্রেমস স্মার্ট গ্লাস
এএফপি

ছবি ৩: অ্যামাজনের ভার্চ্যুয়াল সহকারী অ্যালেক্সা ব্যবহার করা যায় এই চশমায়। এর ফলে ‘অ্যামাজন ইকো ফ্রেমস স্মার্ট গ্লাস’ নামের স্মার্ট চশমাটির মাধ্যমে চলতি পথেও ইন্টারনেট থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যায়।

হলোবক্স
এএফপি

ছবি ৪: নেদারল্যান্ডসের হলোকানেক্টস প্রতিষ্ঠানের তৈরি হলোবক্সের মাধ্যমে নিজেদের হলোগ্রাফি ছবি তুলছেন এক দর্শনার্থী। সামনে থাকা আলাদা বক্সে সেই ব্যক্তির হলোগ্রাফিক অবয়ব দেখা যাচ্ছে।

ইলেকট্রিক সল্ট স্পুন
এএফপি

ছবি ৫: খাবারে লবণ না থাকলেও সমস্যা নেই। ইলেকট্রিক সল্ট স্পুন নামের চামচটি মুখে দিলেই জিবে স্বল্প মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়, ফলে লবণের মতো নোনতা অনুভূতি হয়। মেলায় স্যুপ খাওয়ার সময় চামচটির কার্যকারিতা পরখ করছেন এক দর্শনার্থী।

জেন্ডার স্মার্ট গ্লাস
এএফপি

ছবি ৬: দেখতে সাধারণ রোদচশমার মতো হলেও সামনে থাকা ব্যক্তির কথা পর্দায় প্রদর্শন করতে পারে ‘জেন্ডার’ নামের এই স্মার্ট গ্লাস। এর ফলে স্মার্ট গ্লাসটি পরে শ্রবণপ্রতিবন্ধীরা সহজেই যেকোনো ব্যক্তির সঙ্গে স্বচ্ছন্দে কথা বলতে পারেন।