ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ১০ ভিডিও

ইউটিউবরয়টার্স

ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না আমাদের। আর তাই তো অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। ২০০৫ সালে যাত্রা শুরুর পর থেকে ইউটিউবে সব থেকে বেশিবার দেখা ১০ ভিডিওগুলোর তালিকা দেখে নেওয়া যাক—

ইউটিউবে সব থেকে বেশিবার দেখা ভিডিওর তালিকায় প্রথমেই রয়েছে শিশুদের জন্য তৈরি অ্যানিমেটেড ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’। ২০১৬ সালে ইউটিউবে আপলোডের পর এ পর্যন্ত ১ হাজার ১৯০ কোটিবার দেখা হয়েছে ভিডিওটি।

আরও পড়ুন

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পুয়ের্তো রিকোর দুই গায়ক লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকির সাড়া জাগানো স্প্যানিশ গান ‘দেসপাসিতো’। ২০১৭ সালে আপলোড করা এ গানের ভিডিও দেখা হয়েছে ৮০৩ কোটিবার।

তৃতীয় অবস্থানে রয়েছে শিশুদের জন্য তৈরি অপর অ্যানিমেটেড ভিডিও ‘জনি জনি ইয়েস পাপা’। ২০১৬ সালে আপলোড করা এ ভিডিও প্রায় ৬৫৫ কোটিবার দেখা হয়েছে।

আরও পড়ুন

ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বিখ্যাত গান ‘শেপ অব ইউ’–এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ২০১৭ সালে আপলোড করা ভিডিওটি ৫৮৬ কোটিবার দেখা হয়েছে।
শিশুদের ইউটিউব চ্যানেল কোকোমেলনের তৈরি ‘বাথ সং’ ভিডিও রয়েছে পঞ্চম স্থানে। ভিডিওটি দেখা হয়েছে ৫৮৪ কোটিবার।

ভিন ডিজেল অভিনীত হলিউডের জনপ্রিয় সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭-এর ‘সি ইউ অ্যাগেইন’ গানটি রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। সিনেমার শুটিং চলাকালে সড়ক দুর্ঘটনায় নিহত অপর অভিনেতা পল ওয়াকারকে উৎসর্গ করা এ গান ৫৭২ কোটিবার দেখা হয়েছে।

আরও পড়ুন

ভারতীয় শিশুতোষ ইউটিউব চ্যানেল চুচু টিভির ‘ফনিক্স সং উইথ টু ওয়ার্ডস’ ভিডিও রয়েছে সপ্তম স্থানে। এ পর্যন্ত প্রায় ৫০৫ কোটিবার দেখা হয়েছে গানটির ভিডিও।
তালিকায় অষ্টম স্থানে রয়েছে মার্কিন সংগীতশিল্পী ব্রুনো মার্সের ‘আপটাউন ফাংক’ গানের ভিডিও। প্রায় ৪৭৭ কোটিবার দেখা হয়েছে ভিডিওটি।

আরও পড়ুন

নবম স্থানে রয়েছে রাশিয়ার শিশুতোষ চ্যানেল মিরোশকা টিভির ‘লার্নিং কালারস-কালারফুল এগস অন আ ফার্ম’ ভিডিও। ৪৭৫ কোটিবার দেখা হয়েছে ভিডিওটি। তালিকার দশম স্থানে রয়েছে কোকোমেলনের আরও একটি ছড়ার ভিডিও ‘হুইলস অন দ্য বাস’। ভিডিওটি ৪৭২ কোটিবার দেখা হয়েছে।
সূত্র-বিজিআর ডটকম

আরও পড়ুন