অ্যান্ড্রয়েডে মোশন সিকনেস প্রতিরোধে নতুন সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণে ‘মোশন কিউস’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল।

গাড়ি, বাস, ট্রেন, উড়োজাহাজে ভ্রমণের সময় আমাদের শরীরের ভারসাম্য রক্ষার জন্য মস্তিষ্ক, চোখ, অন্তঃকর্ণ একসঙ্গে কাজ করে। আর তাই মস্তিষ্ক, চোখ এবং অন্তঃকর্ণের সংকেতের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হওয়ায় দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করতে গেলে মাথা ঘোরা, বমি বা বমি ভাবের সৃষ্টি হয় অনেকের, যা মোশন সিকনেস নামে পরিচিত। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণে ‘মোশন কিউস’ নামের সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে ভ্রমণের সময় অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারের সময় মোশন সিকনেস হবে না।

অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোশন কিউস সুবিধাটি ফোনের পর্দার চারপাশে ছোট কালো বিন্দু প্রদর্শন করবে, যা ব্যবহারকারীর যানবাহনের চলাচলের দিকনির্দেশ করবে। এর মাধ্যমে চোখে দেখা ছবি ও মস্তিষ্কের অনুভূতির মধ্যে ভারসাম্য তৈরি হবে। এর ফলে মোশন সিকনেসের উপসর্গ যেমন মাথা ঘোরা বা বমি বমি ভাব কমে আসবে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা কুইক সেটিংস টাইল থেকে সহজেই সুবিধাটি চালু করতে পারবেন। স্মার্টফোনে ‘ডিসপ্লে ওভার অ্যাপ’ অনুমতি দেওয়ার থাকলে ভ্রমণের সময় স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে সুবিধাটি। সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও শিগগিরই উন্মুক্ত করা হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস