ব্যবসায় ধারণা জমা দিয়ে পাওয়া যাবে পুরস্কার

সংবাদ সম্মেলনে আয়োজকেরাছবি: সংগৃহীত

স্মার্ট বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’ আয়োজন করছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির সহযোগিতায় আয়োজিত দুই দিনের এ সম্মেলন আগামী ৯ জুন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক বলেন, ‘সম্মেলনে এক হাজার উদ্যোক্তা নিজেদের ব্যবসায় ধারণা উপস্থাপন করবেন। বাছাই করা কিছু ধারণা পুরস্কার পাবে। সাড়ে তিন লাখ টাকা অর্থ পুরস্কারের পাশাপাশি বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে এই ধারণাগুলো তুলে ধরা হবে।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছয়টি অধিবেশনে বিভক্ত এ সম্মেলনে স্মার্ট বাংলাদেশের সম্ভাবনা ও উল্লেখযোগ্য সুবিধা নিয়ে দেশ–বিদেশের বিভিন্ন বক্তা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরবেন। সম্মেলনের দ্বিতীয় দিন দশজন তরুণ উদ্যোক্তাকে জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্ট্রাপ্রেনিউর বা সিওয়াইই পুরস্কার দেওয়া হবে।