হোয়াটসঅ্যাপ চ্যানেলসে জরিপ সুবিধা চালু হচ্ছে

হোয়াটসঅ্যাপ চ্যানেলসমেটা

গত সেপ্টেম্বরে ‘চ্যানেলস’ নামের ব্রডকাস্ট টুল চালু করে হোয়াটসঅ্যাপ। ‘একমুখী’ এই যোগাযোগ টুলের মাধ্যমে সহজেই একাধিক ব্যক্তির কাছে হালনাগাদ তথ্য জানানো যায়। এবার টুলটিতে জরিপ চালানোর সুযোগ চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন অ্যাপটি। বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে জরিপ সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলসে যেকোনো বিষয়ে জরিপ চালানোর জন্য পোল তৈরি করার পাশাপাশি সেগুলোর ফলাফল অন্যদের পাঠানো যাবে। ফলে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব চ্যানেলের সদস্যদের একসঙ্গে হালনাগাদ তথ্য জানানো ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত নিতে পারবেন। একমুখী হওয়ায় সদস্যরা চ্যানেলের কোনো পোস্টে মন্তব্য করতে পারবেন না, তবে চাইলে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, জরিপে অংশগ্রহণকারীদের পরিচয় বা তথ্যের গোপনীয়তা গোপন রাখা হবে। ফলে স্বাধীনভাবে নিজেদের মতামত জানাতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে হোয়াটসঅ্যাপের ২.২৩.২৪.১২ বেটা সংস্করণে এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। পরবর্তী হালনাগাদে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

আরও পড়ুন